ফের শিক্ষক নিয়োগে শূন্যপদ বিভ্রাট, ভ্যাকান্সি আপডেট আদৌ সম্ভব?

আজ বিকেল: শিক্ষক নিয়োগের ফের বিভ্রাট৷ এবার নবম-দ্বাদশ শ্রেণিতে শূন্যপদ সংক্রান্ত সমস্যায় জেরবার কর্তৃপক্ষ৷ আচার্য সদন সূত্রের খবর, এখনও পর্যন্ত নবম-দশমে শূন্যপদ সংক্রান্ত সমস্যার মুখে পড়তে চলেছেন কমপক্ষে ৩০০ সফল চাকরিপ্রার্থী৷ তবে, সমস্যা মেটাতে চুপ করে বসে নেই কমিশন৷ বছর শেষের উৎসবের মাঝেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ৷ ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে কমিশনের

ফের শিক্ষক নিয়োগে শূন্যপদ বিভ্রাট, ভ্যাকান্সি আপডেট আদৌ সম্ভব?

আজ বিকেল: শিক্ষক নিয়োগের ফের বিভ্রাট৷ এবার নবম-দ্বাদশ শ্রেণিতে শূন্যপদ সংক্রান্ত সমস্যায় জেরবার কর্তৃপক্ষ৷ আচার্য সদন সূত্রের খবর, এখনও পর্যন্ত নবম-দশমে শূন্যপদ সংক্রান্ত সমস্যার মুখে পড়তে চলেছেন কমপক্ষে ৩০০ সফল চাকরিপ্রার্থী৷ তবে, সমস্যা মেটাতে চুপ করে বসে নেই কমিশন৷ বছর শেষের উৎসবের মাঝেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ৷ ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে কমিশনের তরফে৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শূন্যপদ সংক্রান্ত সমস্যার জেরে ডিআই, বিকাশ ভবন, আচার্য সদন ও সফল চাকরিপ্রার্থীরা জেরবার হয়ে পড়েছেন৷ কিন্তু এর মধ্যেও একটা ইতিবাচক খবর যাচ্ছে৷ সূত্রের খবর, বর্তমানে নিয়োগের শূন্যপদ যেহেতু ২০১৫-১৬’র, অনেক স্কুলের ২০১৬’র শূন্যপদে নিয়োগে হয়নি, ফলে স্কুলের তরফেও নিয়োগের জন্য চাপ বাড়ানো হচ্ছে৷ জানা গিয়েছে, যে সমস্ত স্কুলে ৭ থেকে ১০-এর বেশি শূন্যপদ রয়েছে, সেখানে আপাতত দু’একজন শিক্ষক দেওয়া ব্যবস্থা নেওয়া হয়েছে৷ বাকি আসনে ধাপে ধাপে ওয়েটিং থেকে নেওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের৷ এ ক্ষেত্রে ভ্যাকান্সি সমস্যা মেটানোর পরে বাকি আসন আপডেট করা হবে বলে খবর৷ সাবজেক্ট, ক্যাটাগরির ভিত্তিতে কত সিট আপডেট হবে, সেটা পরবর্তী সময়ে প্রধান শিক্ষকদের উদ্যোগ ও সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে৷

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের একাংশ আশাবাদী, ভ্যাকান্সি আপডেট হবে, কিন্তু দেরি হবে৷ ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী শূন্যপদ পূরণ করা হবে বলে খবর৷ আর তাতেও যদি সমস্যা না মেটে তাহলে আন্দোলন, অনশন করে সরকারের উপর চাপ বাড়ানো হবে বলেও চাকরিপ্রার্থীদের তরফে জানানো হয়েছে৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 6 =