আজ বিকেল: ফের শূন্যপদ বিভ্রাটের জেরে সফল চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র বিলিই করতে পারল না স্কুল সার্ভিস কমিশন৷ শুক্রবার বাংলা বিষয়ে কাউন্সেলিং শেষ হলেও সফল প্রার্থীদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের নিয়োগপত্র আসতে আরও দু’মাস সময় লাগতে পারে৷ তবে অন্যান্য বিষয়, যেগুলির কাউন্সেলিং আগেই হয়ে গিয়েছে, সেগুলির নিয়োগপত্র নতুন বছরের শুরুতেই বিলি করা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে৷ কিন্তু, দাড়িভিট স্কুলের গুলি ও শূন্যপদ বিন্যাসের তোড়জোড় শুরু হলেও কেন বাংলা বিষয়ে এই বিভ্রাট?
চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চাকরিপ্রার্থীদের অভিযোগ, আদলে শিক্ষা দপ্তর, কমিশন ও ডিআই অফিসের সমন্বয়ের অভাবেই শূন্যপদ বিন্যাসে এই বিভ্রান্তি তৈরি হয়েছে৷ শূন্যপদ বিভ্রাটের পাশাপাশি এই মুহূর্তে চূড়ান্ত অচলাবস্থা চলছে স্কুল সার্ভিস কমিশনে৷ বর্ষ শেষের ছুটি শুরু হয়ে যাওয়ার কারণে সমস্যা মিটতে এখনও বেশ খানিকটা দেরি হতে পারে আশঙ্কা প্রকাশ করছেন চাকরিপ্রার্থীদের একাংশের৷ আর তার জেরেই কার্যত থমকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷
শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
কিন্তু, হঠাৎ কেন এই সমস্যা? দীর্ঘ জট কাটিয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে হঠাৎ থমকে যাওয়ার পিছনে ঠিক কী কারণ রয়েছে? পরিস্থিতি জন্য সরকার ও কমিশনের টানাপড়েনকেই দায়ী করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ এসএসসির চেয়ারম্যান এখন কে? তা নিয়েও ধন্ধ তৈরি হয়েছে৷ ফলে, বারংবার থমকে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া৷ গত ১৭ ডিসেম্বর সরকারি অর্ডারে বলা হয়েছে, ওদিন থেকেই এসএসসির চেয়ারম্যান হচ্ছেন সুবীরেশ ভট্টাচার্য৷ আর বর্তমান চেয়ারম্যান শর্মিলা মিত্র তাঁকে দায়ভার বুঝিয়ে দিয়ে বেহালা কলেজের অধ্যক্ষ পদে চলে যাবেন৷
কিন্তু ২০ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য সরকারি অর্ডার হাতে পাননি৷ তিনি এই মুহূর্তে উত্তরবঙ্গেই রয়েছেন৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই অর্ডারের কথা শুনে আবার সংবাদমাধ্যমে বলেছেন, এটা সম্ভবত ভুল করে হয়েছে৷ কারণ, সুবীরেশবাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দায়িত্বপূর্ণ পদে রয়েছেন৷ সেক্ষেত্রে তাঁকে ফের এসএসসির চেয়ারম্যান করে আনা যুক্তিযুক্ত কাজ হবে না৷ তবে, সেই অর্ডার বাতিল করা হয়েছে বলে এখনও পর্যন্ত কোনও খবর পাওয়ানি বিকাশ ভবনে তরফে৷ ফলে, চূড়ান্ত জটিলতা তৈরি হয়েছে৷
এদিকে চেয়ার নিয়ে জটিলতা, অন্যদিকে শূন্যপদের বিভ্রাটের জেরে চাকরি দোরগোড়ায় পৌঁছয়েও উদ্বেগে রয়েছে কয়েক হাজার চাকরিপ্রার্থী৷ শূন্যপদ বিভ্রাট ও বাংলার কাউন্সেলিং চলার সময় এসএসসির ওয়েবসাইটে গণ্ডগোলের জেরে চূড়ান্ত বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷