নেতাজি সুভাষ কলেজে কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন ৩১ জুলাই

নেতাজি সুভাষ কলেজে কর্মী নিয়োগ, আবেদনের শেষ দিন ৩১ জুলাই

নয়াদিল্লি: গ্রুপ সি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অব টেকনোলজি৷ ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে  ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে৷ এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে৷
 

পদের নাম: লোয়ার ডেভিশন ক্লার্ক 
শূন্যপদ: ৩৫টি৷ এর মধ্যে ইউআর ১৫টি, ইডব্লিউএস ৪টি, এসসি ৪, এসটি ৪ এবং ওবিসিদের জন্য ৯টি আসন রয়েছে৷
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও শাখায় উচ্চ মাধ্যমিক পাশের ডিগ্রি৷ পাশাপাশি ইংরাজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করতে পারার দক্ষতা থাকতে হবে৷
বেতন: এই পদে নিযুক্তরা প্রতি মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পেতে পারেন৷

 

পদের নাম: জুনিয়র স্টেনো
শূন্যপদ: ১০টি৷ এর মধ্যে ইউআর ৮টি, ইডব্লিউএস ১টি, এসসি ১, এসটি ১ এবং ওবিসিদের জন্য ৩টি আসন রয়েছে৷
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও শাখায় উচ্চ মাধ্যমিক পাশের ডিগ্রি ছাড়াও স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে ৮০টি শব্দ হওয়া আবশ্যিক৷ এছাড়াও কমপিউটারে ইংরাজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ লেখার স্পিড থাকা জরুরি৷
বেতন: এই পদে নিযুক্তরা প্রতি মাসে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পেতে পারেন৷

 

পদের নাম: আপার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ: ৮টি৷ এর মধ্যে ইউআর ৫টি, এসসি ১ এবং ওবিসিদের জন্য ২টি আসন রয়েছে৷
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও শাখায় স্নাতক এবং যে কোনও অনুমোদিত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্স বিষয়ে কোর্স করার সার্টিফিকেট আবশ্যিক৷
বেতন: এই পদে নিযুক্তরা প্রতি মাসে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পেতে পারেন৷

 

পদের নাম: জুনিয়র মেকানিক
শূন্যপদ: ২১টি৷ এর মধ্যে ইউআর ৭টি, ইডব্লিউএস ৩টি, এসসি ১, এসটি ২ এবং ওবিসিদের জন্য ৮টি আসন রয়েছে৷
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে৷
বেতন: এই পদে নিযুক্তরা প্রতি মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পেতে পারেন৷

 

পদের নাম: অ্যাসিট্যান্ট স্টোর কিপার
শূন্যপদ: ১টি৷ শুধু ইউআর ক্যাটাগরিতে ১টি আসন রয়েছে৷
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও শাখায় উচ্চ মাধ্যমিক পাশের ডিগ্রি ছাড়াও কমপিউটারে ইংরাজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ লেখার স্পিড থাকা জরুরি৷
বেতন: এই পদে নিযুক্তরা প্রতি মাসে ২১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পেতে পারেন৷

বয়স: উক্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে৷
 

পদের নাম: হেড ক্লার্ক
শূন্যপদ: ৭টি৷ এর মধ্যে ইউআর ৫টি, এসসি ১ এবং ওবিসিদের জন্য ১টি আসন সংরক্ষিত রয়েছে৷
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও শাখায় স্নাতক হতে হবে৷ সঙ্গে কমপিউটারে ইংরাজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ লেখার স্পিড থাকা জরুরি৷
বেতন: এই পদে নিযুক্তরা প্রতি মাসে ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা পেতে পারেন৷

 

পদের নাম: জুনিয়র প্রোগ্রামার
শূন্যপদ: ১৩টি৷ এর মধ্যে ইউআর ৬টি, ইডব্লিউএস ১ এসসি ২ এবং এসটিদের জন্য ৩ আসন রয়েছে৷
শিক্ষাগত যোগ্যতা: কমপিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি কিংবা কমপিউটার সায়েন্স বা আইটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক ডিগ্রি থাকা বাধ্যতামূলক৷
বেতন: এই পদে নিযুক্তরা প্রতি মাসে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পেতে পারেন৷
বয়স: উক্ত তিনটি পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে৷ ১ জু, ২০১২১ তারিখ থেকে বয়স হিসেব করতে হবে প্রতিটি ক্ষেত্রেই৷ তবে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷

 

আবেদনের পদ্ধতি: www.nsut.ac.in ওয়েবসাইটটিতে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে হবে৷ আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়ে গিয়েছে৷
 

আবেদনের ফি: গ্রুপ সি পদের জন্য প্রার্থীদের ৪০০ টাকা আবেদন ফি এবং ৮০০ টাকা প্রসেসিং ফি সহ মোট ১২০০ টাকা জমা দিতে হবে৷ গ্রুপ বি পদের জন্য আবেদন ফি ১০০০ এবং ১০০০ টাকা প্রসেসিং ফি সহ মোট ২০০০ টাকা জমা দিতে হবে৷ তবে এস, এসটি এবং পিজব্লিউডি শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না৷ শুধু প্রসেসিং ফি ৮০০ এবং ১০০০ টাকাটা জমা দিতে হবে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *