ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ

ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ

নয়াদিল্লি: স্পেশ্যালিস্ট অফিসার এবং আইটি প্রফেশনালস পদে কর্মী নিয়োগ করার জন্য ব্যাংক অফ বরোদার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করতে বলা হয়েছে৷ আবেদন গ্রহণের কাজ শুরু হয়েছে৷ আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে৷
 

শূন্যপদ:
কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার: ১২
ডেভেলপার: ১২
এন্টারপ্রাইস আর্কিটেক্ট: ২
টেকনোলজি আর্কিটেক্ট: ২
ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেক্ট: ২
কোয়ালিটি অ্যাসিওরেন্স লিড: ২

ইউআই/ইউএক্স ডিজাইনার: ২
ক্লাউড ইঞ্জিনিয়ার: ২

ইন্ট্রিগ্রেশন এক্সপার্ট: ২
 

শিক্ষাগত যোগ্যতা:
উক্ত শূন্যপদগুলিতে আবেদন করতে হলে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে বিই/বি.টেক পাশ হতে হবে৷

 

বয়স:
সর্বনিম্ন ২৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স হলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷ নির্দিষ্ট নিয়মানুযায়ী তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির প্রার্থীরা ৫ বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর এবং বিশেষ ক্ষমতাসম্পন্নরা প্রার্থীরা বয়সে ১০ বছর  ছাড় পাবেন।

 

আবেদন পদ্ধতি:
অফিসিয়াল ওয়েবসাইট https://www.bankofbaroda.in গিয়ে আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে।

 

আবেদন ফি:
আবেদন ফি হিসেবে ব্যাংকে ৬০০ টাকা জমা দিতে হবে। তফশিলি জাতি অথবা উপজাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের ফি হিসাবে ১০০ টাকা ব্যাংকে জমা দিলেই হবে।

 

নির্বাচন পদ্ধতি:
অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *