লিক্যুইড প্রপালসন সিস্টেম সেন্টারে কর্মী নিয়োগ

লিক্যুইড প্রপালসন সিস্টেম সেন্টারে কর্মী নিয়োগ

বেঙ্গালুরু: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তথা ইসরোর আওয়াধীন একটি প্রতিষ্ঠান লিক্যুইড প্রপালসন সিস্টেম সেন্টার, যাকে সংক্ষেপে এলপিএসসি বলে৷ পৃথিবী থেকে কক্ষপথে যাওয়া মহাকাশযান নিয়ে গবেষণা এবং রূপায়ণের কাজ করে লিক্যুইড প্রপালসন সিস্টেম সেন্টার। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের এই শাখায় সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র দাখিল করতে হবে। ৯ জুলাই, ২০২১ তারিখ থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে৷ আবেদনের শেষ তারিখ ২২ জুলাই, ২০২১। এই তারিখের পর জমা হওয়া কোনও আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বলে জানানো হয়েছে সংস্থার তরফে৷ 

বয়স
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স ৩৮ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক৷

 

শিক্ষাগত যোগ্যতা
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার ক্ষেত্রে এগ্রিকালচার বা হর্টিকালচার বা বিএসসি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে আবেদন করার ক্ষেত্রে হিন্দি অথবা ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক। অথবা কোনও প্রতিষ্ঠিত হিন্দি বা ইংরেজি মিডিয়াম থেকে পড়াশোনা করা ছাড়াও সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে। একই সঙ্গে হিন্দি থেকে ইংরেজি বা ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদের সার্টিফিকেট কোর্স করা থাকতেই হবে।
অতিরিক্ত তথ্যের জন্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের লিক্যুইড প্রপালসন সিস্টেম সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট lpsc.gov.in এ গিয়ে বিস্তারিত দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 5 =