স্পোর্টস কোটায় রেলে কর্মী নিয়োগ

স্পোর্টস কোটায় রেলে কর্মী নিয়োগ

চেন্নাই: স্পোর্টস কোটার আওতায় বিভিন্ন পদে নিয়োগের জন্য সাউদার্ন রেলওয়ে বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করতে বলা হয়েছে৷ এই বিষয়ে বিস্তারিতয জানতে হলে সাউদার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট rrcmas.in এ গিয়ে দেখতে হবে৷ ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে৷ আগামী ৩০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে প্রার্থীদের৷ প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে। 
 

শূন্যপদের সংখ্যা:
২১টি শূন্যপদ রয়েছে৷

 

শিক্ষাগত যোগ্যতা:
উক্ত পদে আবেদনের জন্য যোগ্যতা, বেতন ইত্যাদি বিষয়ে জানতে https://rrcmas.in/downloads/rrc-sports-en-web.pdf এই লিঙ্কটিতে গিয়ে দেখতে হবে৷ 

 

বয়স:
উল্লিখিত পদে আবেদনের জন্য সর্বোচ্চ ২৫ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর ধার্য করা হয়েছে৷ 

 

আবেদন ফি:
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে৷ তফসিলি জাতি ও উপজাতি, হিলা, প্রাক্তন চাকরিজীবী, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি, সংখ্যালঘু শ্রেণি এবং শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি বাবদ ২৫০ টাকা দিতে হবে।

 

আবেদন পদ্ধতি:
আবেদনপত্র পূরণ করে সব নথি ও প্রয়োজনীয় সার্টিফিকেট সহ প্রার্থীদের প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, ‘Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Southern Railway 3rd Floor, No 5 Dr.P.V.Cherian Crescent Road, Egmore, Chennai – 600 008’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *