গ্রুপ ডি নিয়োগে বিতর্কের মাঝেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ, মেধা তালিকা প্রকাশ করল পর্ষদ

গ্রুপ ডি নিয়োগে বিতর্কের মাঝেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ, মেধা তালিকা প্রকাশ করল পর্ষদ

কলকাতা:  গ্রুপ ডি নিয়োগ নিয়ে বিতর্কের মধ্যেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ৷ ৪৭৪ জনের মেধা তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ শীঘ্রই আরও ৭৩৮টি শূন্যপদ পূরণ করা হবে বলেও জানানো হয়েছে৷   

আরও পড়ন- পেনশন প্রাপকদের জন্য সুখবর! বাড়ছে ফ্যামিলি পেনশনের পরিমাণ

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ জারির মধ্যেই আজ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ১৬ হাজার ৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে৷  এই নিয়োগ নিয়ে আন্দোলন চলছিল৷ নিয়োগ নিয়ে অনেক অভিযোগও উঠে এসেছে৷ সেই প্রেক্ষাপটেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ৪৭৪ জনের মেধা তালিকা প্রকাশ করল৷ পর্ষদ সূত্রে খবর, আগামীকাল থেকেই যে সকল পরীক্ষার্থী নিজের জেলায় নিয়োগ পাবেন তাদের ক্ষেত্রে নিয়োগপত্র দেওয়া শুরু হবে৷ বাকিদের ক্ষেত্রে আগামীকাল কাউন্সেলিং পর্ব শুরু হবে কাল থেকে৷ আরও জানা যাচ্ছে, যাঁরা অনলাইনে আবেদন করার পাশাপাশি অফলাইনে আবেদন করেছিলেন এবং অনলাইনে যাঁরা নন ইনক্লুডেড প্রার্থী ছিলেন তাঁদের ক্ষেত্রে এই শূন্যপদে নিয়োগ করা হচ্ছে৷ পর্ষদের তরফে আরও বলা হয়েছে, শীঘ্রই আরও ৭৩৮টি পদে নিয়োগ করা হবে৷ 

বিকাশ ভবনের সামনে বেশ কিছু প্রার্থী নিয়োগের দাবিতে বিক্ষোভ করছিলেন৷ এই মেধা তালিকায় সেই আন্দোলনকারীদের মধ্যেও বেশ কয়েকজনের নাম রয়েছে বলে জানা গিয়েছে৷ আগামীকাল থেকেই নিয়োগ পত্র হাতে পাবেন তাঁরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 4 =