কর্মী নিয়োগে ব্যাপক ‘দুর্নীতি’, প্যানেল বাতিলের ঘোষণা পুরমন্ত্রীর

কর্মী নিয়োগে ব্যাপক ‘দুর্নীতি’, প্যানেল বাতিলের ঘোষণা পুরমন্ত্রীর

 

চুঁচুড়া: পুরসভা নিয়োগ দুর্নীতির অভিযোগ৷ চাকরি পেয়েছেন তৃণমূল কাউন্সিলর ও একাধিক কাউন্সিলর ঘনিষ্ঠ আত্মীয়৷ এমনই দাবি জানিয়ে চুঁচুড়া পুরসভার সামনে বিক্ষোভ বিজেপির৷ বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দাদের একাংশ৷ নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ ওঠায়, অবশেষে গোটা প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে জানিয়েছেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম৷

সংবাদমাধ্যমে রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘‘সাংসাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথামতো চুঁচুড়ায় পুরসভার যে প্যানেল আমাদের অনুমোদনের জন্য এসেছিল, সেটা আমরা আটকে দিয়েছি৷ বলেছি নতুন করে পরীক্ষার ব্যবস্থা করাতে৷’’

‘দুর্নীতি’র অভিযোগ এড়িয়ে মন্ত্রীর দাবি, ‘‘এই বিষয়ে আমার জানা নেই৷ আমি তো এই নিয়ে ডিএলবিকে দিয়ে তদন্ত করেনি৷ কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রশ্ন উঠেছে এমপির মনে, সাধারণভাবে আমরা সেটাকে বাতিল করছি৷ নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে৷ অসুবিধা নেই, নতুন করে পরীক্ষা হবে৷’’

সম্প্রতি, চুঁচুড়া পৌরসভায় কর্মী নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে৷ যোগ্যতা ছাড়াই চাকরি পেয়েছেন তৃণমূল কাউন্সিলর ও একাধিক কাউন্সিলারের আত্মীয়রা৷ এই অভিযোগ তুলে আজ সকালে পুরভবনের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা৷ তাঁদের অভিযোগ, কর্মী নিয়োগের নামে স্বজনপোষণ করেছেন তৃণমূলের কাউন্সিলরা৷

অভিযোগ গত ছয় মাস আগে কর্মী নিয়োগ পরীক্ষা নেওয়া হয়৷ গত এক সপ্তাহ আগে সেই নিয়োগ পরীক্ষার প্যানেল প্রকাশিত হয়৷ সেই প্যানেলে জনপ্রতিনিধিদের আত্মীয়রা রয়েছেন বলে অভিযোগ৷ এরই প্রতিবাদে আজ সকাল থেকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা৷ পুরসভায় কর্মী নিয়োগের বিরুদ্ধে সরব হন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ তাঁর দাবি, যোগ্যতার ভিত্তিতে চাকরি হয়নি৷ পুরসভার কাউন্সিলরদের আত্মীয়রা চাকরি পেয়েছেন৷ এমনকি প্রাক্তন কাউন্সিলর ছেলেও নামও প্যানেলে রয়েছে৷

যদিও এই নিয়ে বিজেপি মাঠে নামলেও গোটা ঘটনা অস্বীকার করেছেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার৷ জানিয়েছেন, কর্মী নিয়োগে কোনও দুর্নীতি হয়নি৷ এরপর পাল্টা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে৷ নতুন করে নিয়োগ হবে বলেও জানিয়েছেন তিনি৷ এরপর, আজ গোটা প্যানেল বাতিল বলে ঘোষণা করেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী৷ আর তার জেরে চূড়ান্ত অনিশ্চিত চুঁচুড়া পুরসভায় কর্মী নিয়োগের প্রক্রিয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *