প্রায় ১ হাজার শূন্যপদে কমিউনিটি হেল্থ অফিসার নিয়োগ

প্রায় ১ হাজার শূন্যপদে কমিউনিটি হেল্থ অফিসার নিয়োগ

নয়াদিল্লি: চুক্তি ভিত্তিক কমিউনিটি হেল্থ অফিসার নিয়োগ করবে উত্তরপ্রদেশের ন্যাশনাল হেল্থ মিশন। অনলাইনে আবেদন করতে হবে৷ অনলাইনে http://upnrhm.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন যোগ্য ও আগ্রহী প্রার্থীরা। এই পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ২৮ জুলাই ২০২১ থেকে। আর আবেদন করার শেষ তারিখ ১৭ অগস্ট ২০২১। ১৭ তারিখ রাত ১১টা ৫৯-এর আগে আবেদন করতে হবে।
 

শূন্যপদ
উত্তরপ্রদেশে মোট ৭৯৭টি কমিউনিটি হেল্থ অফিসারের পদ খালি রয়েছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ তবে প্রার্থীদের সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

 

বয়স
পদের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স ১৭ অগস্ট ২০২১ তারিখে ৩৫ বছরের মধ্যে হতে হবে৷ তার বেশি হলে চলবে না। তবে সংরক্ষিত শ্রেণিগুলির ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় কোনও ছাড় রয়েছে কি না তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

 

শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য বিএসসি নার্সিং কোর্স সম্পূর্ণ করা এবং কমিউনিটি হেল্থ সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে৷ অথবা পোস্ট বেসিক নার্সিং কোর্স করার সঙ্গে কমিউনিটি হেল্থ ফর নার্স ট্রেনিংও করা রয়েছে, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কোর্স করা প্রার্থীরাই আবেদন করতে পারবেন৷ একই সঙ্গে ওই পদের জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের সকলকে নার্স হিসেবে রেজিস্টার হয়ে থাকতে হবে। তাহলেই প্রার্থীরা ওই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

 

বেতন
কমিউনিটি হেল্থ অফিসার পদের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাতে বেতনের কথা উল্লেখ করা হয়নি। এবং সেই বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।
আবেদন করার আগে প্রার্থীদের পুরো বিজ্ঞপ্তি পড়ে নিতে বলা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − five =