সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে ৫৪৬ শূন্যপদে নিয়োগ

সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে ৫৪৬ শূন্যপদে নিয়োগ

নয়াদিল্লি: ৫৪৬ জন মেডিক্যাল অফিসার ও স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার নেবে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স৷ যথাক্রমে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং ডেপুটি কমান্ড্যান্ট পদে নিয়োগ করা হবে ৷ বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স. সশস্ত্র সীমা বল, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ এবং অসম রাইফেলসে৷ প্রবেশন ২ বছরের৷ প্রার্থী বাছাই করবে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্স (রিক্রুটমেন্ট ব্রাঞ্চ)৷

শূন্যপদ– মেডিক্যাল অফিসার (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট)– বর্ডার সিকিউরিটি ফোর্স–৮৫টি ৷(সাধারন ১১, তফ-জাতি-১২, তপউপ-জা-১, ও.বি.সি.৫৩, আর্থিক অনগ্রসর ৮)৷এর মধ্যে প্রাক্তন সমরকর্মীদের জন্য ৮টি শূন্যপদ সংরক্ষিত থাকবে ৷ সেন্টাল রিজার্ভ পুলিশ ফোর্স–৭৭ টি৷ (সাধা- ২৬,তপসিলি-১৯, তপ-উপ-৩, ও.বি.সি.২০, আর্থিক ভাবে অনগ্রসর- ৯) ৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মীদের জন্য ৮টি সংরক্ষিত থাকবে ৷ সশস্ত্র সীমাবল–৫১ টি ৷(সাধা-১২, তপসিলি- ১০, তপ-উপ-১, ও.বি.সি. ২৮)৷ এর মধ্যেপ্রাক্তন সমরকর্মীদের ৫টি ৷ ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ –১০১টি (সাধা-২৫, তপসিলি-২০, তপ-উপ-১, ও.বি.সি ৪৬, অনগ্রসর-৯) ৷ প্রাক্তন সমরকর্মীদের- ১০ টি৷ অসম রাইফেলস–৩১টি ৷(সাধা ১৩, তপসিলি- ৭,তপ-উপ- ১, ও.বি.সি.৭, অনগ্রসর- ৩) সমরকর্মী-৩ ৷   শিক্ষাগত যোগ্যতা–এম বি বি এস৷ রাজ্য মেডিক্যাল কাউন্সিল বা মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ায় রেজিষ্ট্রেশন করে থাকতে হবে ৷ পাশাপাশি কম্পালসরি রোটিটিং ইন্টানশিপ সম্পূর্ন করতে হবে ৷ ইন্টানশিপ সম্পুর্ন না করেও আবেদন করা যাবে, সেক্ষেএে নিয়োগের আগে সম্পূর্ন করতে হবে ৷ বয়স– ২৭-১০-২০২১ তারিখে ৩০ বছরের মধ্যে ৷

বেতন–৫৬,১০০-১,৭৭,৫০০টাকা৷ সঙ্গে অনান্য সুযোগ সুবিধা ৷ স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (ডেপুটি কমান্ড্যান্ট)–বর্ডার সিকিউরিটি ফোর্স–৫২ টি ৷ (সাধা-২৯, তপ-জাতি-৬, ও.বি.সি.১২, আর্থিকভাবে অনগ্রসর ৫ ) ৷  সেন্ট্রাল রিজার্ভ ফোর্স — ১১৬ টি ৷ (সাধা-৪১, তপ-১৮, তপ-উপ ৯, ও.বি.সি, ৩৬, অনগ্রসর- ১২)৷  সশস্ত্র সীমাবল– ১৮টি সাধারণ ৷ ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ –১১টি ৷(সাধা- ৪, তপ-জা-১, তপ-উপ-জা-১, ও.বি.সি.৩, অনগ্রসর ২, )৷ অসম রাইফেলস–৪ টি (সাধারন) ৷ স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে চিকিৎসাশাস্ত্রের এই সমস্ত শাখায়(বন্ধনীতে শূন্যপদ) –মেডিসিন(৩৬টি), সার্জারি(৩৬টি), গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স(২২টি, অ্যানেস্থেশিয়া(২৪টি), রেডিওলজি (৩৯টি), ই.এন.টি.(১টি), প্যাথলজি(২০টি), অপথালমোলজিস্ট/আই(১৯টি), সাইকিয়াট্রিস্ট (১টি) ,পেডিয়াট্রিক্স (২টি), এবং অর্থোপেডিক্স (১) ৷

শিক্ষগত যোগ্যতা– সংশ্লিষ্ট স্পেশ্যালিটিতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা ৷ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারি ডাক্তারদের ক্ষেএে দেড় বছরের এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাধারীদের ক্ষেএে আড়াই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ৷ অবশ্যাই রাজ্য মেডিকেল কাউন্সিল বা মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ায় রেজিষ্ট্রেশন করে থাকতে হবে ৷ পাশাপাশি, কম্পালসরি রোটেটিং ইন্টানশিপ সম্পূর্ন করতে হবে ৷ বয়স– ২৭-১০-২০২১ তারিখে ৪০ বছরের মধ্যে ৷ বেতন–৬৭,৭০০-২,০৮৭০০ টাকা ৷ সঙ্গে অনান্য সুযোগসুবিধা ৷ নিয়মানুসারে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ৷

দৈহিক মাপজোক– উচ্চতা ১৫৭.৫ সেমি,(মহিলাদের ১৪২ সেমি) ৷গোর্খরা ২সেমি, তপ-উপ জাতি ৩ সেমি ছাড় পাবেন ৷ বুকের ছাতি শুধুমাত্র পুরুষদের ক্ষেএে না-ফুলিয়ে ও ফুলিয়ে ৭৭ ও ৮২ সেমি ৷ দৃষ্টিশক্তি– কাছের ক্ষেএে ভালো চোখে এন-৬ ও খারাপ চোখে এন-৯ ৷ দুরের ক্ষেএে ভালো চোখে ৬/৬ বা ৬/৯ ৷ এবং খারাপ চোখে 6/12 or 6/9 ৷ রং চেনার দক্ষতা সি পি -থ্রি মানের হতে হবে ৷ প্রার্থী বাছাই করা হবে ২০০ নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে ৷  অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে-www.recruitment.itbpolice.nic.in. ১৩ ই সেপ্টেম্বর থেকে ২৭ অক্টোম্বরের মধ্যে ৷ দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো,সই এবং প্রয়োজনীয় সির্টিফিকেট আপলোড করতে হবে ৷ ফি বাবদ দিতে হবে ৪০০ টাকা ৷ মহিলা, তপসিলি এবং প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না ৷  বিস্তারিত তথ্যের জন্যে দেখুন ওয়েবসাইট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 10 =