৯০,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ রেলের, আসছে সুদিন

৯০,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ রেলের, আসছে সুদিন

ba53d02763ac61bb1cf476aa974875ab

কলকাতা: কেন্দ্রীয় সরকারি বিভিন্ন ক্ষেত্রে কর্মী ছাঁটাই এবং বেসরকারিকরণের খবরের মধ্যেই ভারতীয় রেলে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আগামী এক বছরে ব্যাপক নিয়োগের সম্ভাবনা রয়েছে রেলে। রেলমন্ত্রী সূত্রে জানানো হয়েছে এই সংখ্যা লক্ষাধিক।

র মধ্যে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (এএলপি), টেকনিসিয়ানসের পদ ছাড়াও থাকছে, লেভেল-ওয়ান বা গ্রুপ-ডি পোস্টও। রেলের অন্তত ২ লক্ষ ৯৪ হাজার শূন্যপদে নিয়োগের জন্য জারি হওয়া সাতটি বিজ্ঞপ্তির  মধ্যে চারটির ক্ষেত্রেই নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পথে। 

ইতিমধ্যেই রেলের বিভিন্ন জোন এবং ডিভিশনে প্রায় ৯১ হাজার কর্মী নিয়োগ শুরু হয়েছে। কিছু ক্ষেত্রে নিয়োগ সম্পন্ন হয়েছে এবং কিছু ক্ষেত্রে কিছুদিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবছর মার্চের মধ্যেই বাকি প্রায় ৬৩ হাজার ক্ষেত্রে কাজে যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে বলে রেলমন্ত্রক সূত্রে খবর। মন্ত্রকের বিভিন্ন গেজেটেড পোস্টের ক্ষেত্রে ৬০১টি শূন্যপদের বিষয় ইতিমধ্যেই ইউপিএসসিকে অবহিত করা হয়েছে। সরকারি সূত্রের খবর, চলতি বছরের মার্চ মাসের মধ্যে প্রায় ৪৭ হাজার রেল কর্মী অবসর নিতে চলেছেন। আগামী ২০২১ সালের মার্চ মাসের মধ্যে রেলের আরও প্রায় ৪১ হাজার কর্মচারী অবসর নেবেন। ফলে আগামী ২০২১ সালের মার্চ মাসের পর রেলে প্রায় ৯০ হাজার শূন্যপদ তৈরি হতে চলেছে।

যদিও শুধুমাত্র অবসর নেওয়া শূন্যপদগুলিতেই প্রার্থী নিয়োগ হবে এমন নয়। প্রয়োজনের সাপেক্ষে শূন্যপদে নিয়োগ  অর্থাৎ 'অ্যান্টিসিপেটেড ভ্যাকেনসি' পদ্ধতি মেনেই শুন্য পদে নিয়োগ হবে বলেই জানাচ্ছেন রেল আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *