লখনউ: উত্তরপ্রদেশ, ন্যাশনাল হেলথ মিশনের তরফে সহায়ক নার্স নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ইচ্ছুক ও যোগ্য মহিলা প্রার্থীদের দ্রুত আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর থেকে৷ আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২১ রাত ১১টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এই বিস্তারিত জানতে প্রার্থীরা এনএইচএম ইউপির অফিসিয়াল ওয়েবসাইট upnrhm.gov.in এ গিয়ে দেখতে হবে৷
শূন্যপদ
মোট পদের সংখ্যা রয়েছে ৫,০০০টি। তবে প্রতিটি পদেই চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে।
পদের নাম
সহায়ক নার্স ও মিডওয়াইফ
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ভারত সরকার/ নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে অক্সিলারি নার্সিং বা মিডওয়াইফে দু’বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। এছাড়াও উত্তরপ্রদেশের স্টেট নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
নির্বাচন পদ্ধতি
ইউপি, এনএইচএমের নিয়ম অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেখে শর্টলিস্টেড করা হবে। প্রতিটি পদের জন্য তিন জন প্রার্থীকে ডাকা হবে।
বয়স
১২ সেপ্টেম্বর, ২০২১ তারিখ অনুযায়ী, প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর হতে হবে৷ তবে সরকারি নিয়ম অনুযায়ী, ওবিসি/ এসসি/ এসটি ক্যাটাগরির প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমায় ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।
আবেদন ফি
প্রার্থীদের আবেদন বাবদ কোনও ফি দিতে হবে না।
প্রার্থীরা বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে http://upnrhm.gov.in/uploads/2988624079157012.pdf লিঙ্কে গিয়ে খোঁজ নিতে পারেন৷