৪০০ শূন্যপদে কর্মী নিয়োগ পূর্তদফতরে, উঠে যাচ্ছে ২ হাজার ১০০ পদ

৪০০ শূন্যপদে কর্মী নিয়োগ পূর্তদফতরে, উঠে যাচ্ছে ২ হাজার ১০০ পদ

কলকাতা: দিনে দিনে বাড়তে থাকা কাজের চাপ কমাতে এবার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য পূর্তদফতর৷ শীঘ্রই ৪০০ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রাকাশিত হতে পারে বলে খবর৷ ৪০০ পদে নিয়োগ হলেও উঠে যাচ্ছে ২ হাজার ১০০ পদ৷

রাস্তা, কালভার্ট, সেতু-উড়ালপুলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে পেলেও যথেষ্ট কর্মীর অভাব রয়েছে৷ এবার সেই অভাব মেটাতে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল স্টাফ পদে আরও ৪০০টি নতুন শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পূর্তদফতর৷ শীঘ্রই সেই পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে৷

গত বছর থেকে এই দফতকে ঢেলে সাজানো হয়েছে৷ নতুন দু’টি জোনও তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়৷ আর সেই জোনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ৪০০টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷

জানা গিয়েছে, ওই ৪০০টি পদের মধ্যে ৪ জন চিফ ইঞ্জিনিয়ার, ২৬ জন সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ও ৬০ জন এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে৷ এছাড়াও ১৪০ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও ১৭০ জন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদেও হবে নিয়োগ৷ এছাড়াও গ্যাং মজদুর, রোড মজদুর, রোড মেটসের মতো প্রায় ২ হাজার ১০০ পদের অবলুপ্তিও ঘটাতে চলেছে পূর্তদপ্তর৷ এই পদে কর্মরতদের দপ্তরের অন্য বিভাগে পুনর্বহাল করা হবে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *