৩ বাহিনিতে ৩৩৯ অফিসার নিয়োগ, গ্রাজুয়েট প্রার্থীদের জন্য সুযোগ

৩ বাহিনিতে ৩৩৯ অফিসার নিয়োগ, গ্রাজুয়েট প্রার্থীদের জন্য সুযোগ

নয়াদিল্লি:  ভারতীয় স্থলবাহিনী ,নৌ-বাহিনী,ও বিমান-বাহিনী ৯ মাস থেকে ২ বছর ১১মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে ৩৩৯ জন লোক নেবে ৷  ইন্ডিয়ান মিলিটারী অ্যাকাডেমি– যেকোন শাখার গ্রাজুয়েট ছেলেরা লম্বায় ১৫৭.৫ সেমি হলে আবেদন করতে পারেন ৷ জন্ম তারিখ ২-৭-১৯৯৮ থেকে ১-৭-২০০৩ এর মধ্যে মোট ১৮ মাসের ট্রেনিং হবে ৷ জেন্টলম্যান ক্যাডেট এ ৷ ট্রেনিং-এ সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরী ৷ এরপর ধাপে ধাপে কম্যান্ডার পদ পর্যন্ত পদোন্নতি হবে ৷ ১৫৩ তম কোর্সে ট্রেনিং শুরু ২০২২ সালে জুলাইয়ে ৷ শূন্যাপদ–১০০টি ৷ এর মধ্যে এন.সি.সি.র সার্টিফিকেট প্রাপ্তদের জন্য ১৩ টি ৷

অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (মেনও এস.এস. সি .উইমেন নন-টেকনিক্যাল) –যে কোন শাখার গ্রাজুয়েট পাশ ছেলেরা  এই পদের জন্য আবেদন করতে পারেন ৷ যে কোন শাখার ডিগ্রি কোর্স পাশ অবিবাহিতা তরুনীরা  এই পদের জন্য যোগ্য ৷ জন্ম তারিখ ২-৭-৯৭ থেকে ১-৭-২০০৩ এর মধ্যে ৷ শরীরের মাপ -লম্বায় ১৫৭.৫ সেমি ৷ ট্রেনিং হবে মাদ্রাজের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ৷ মোট ৯মাসের ট্রেনিং হবে  জেন্টেলম্যান ক্যাডেট এ ৷ সফল হলে লেফটেন্যান্ট পদে ৬ মাস প্রবেশনে থাকতে হবে ৷ ৫ বছরের জন্য শর্ট সাভির্স কমিশনে চাকরি করতে হবে ৷এরপর পার্মানেন্ট কমিশনে চাকরীর সুযোগ পেলে ধাপে ধাপে পদন্নতি হবে ৷ মূল মাইনে ওপরের মতোই ৷

শূন্যপদ: অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে (মেন) ১৬৯ টি ৷ ১১৬ তম কোর্সে ট্রেনিং শুরু২০২২ সালে অক্টোম্বরে ৷  ৩০-তম এস.এস.সি.উইমেন কোর্সে শুরু ২০২২ সালে অক্টোম্বরে ৷ শূন্যপদ— ১৬ টি ৷
ন্যাভাল অ্যাকাডেমি— ইঞ্জিনিয়ারিংয়ের গ্রাজুয়েটরা যোগ্য –বয়স ২-৭-১৯৯৮ থেকে ১-৭-২০০৩ এর মধ্যে ৷ ৫মাসের ট্রেনিং হবে গোয়ার ন্যাভাল অ্যাকাডেমিতে ,এক্সিকিউটিভ শাখার ক্যাডেট হিসাবে ৷ এরপর ক্যাডেট হিসাবে আবার আড়াই বছরের ট্রেনিং ৷ সফল হলে নৌ-বাহিনীর জাহাজে ৬ মাস চাকরী ৷ সফল হলে সাব-লেফটেন্যান্ট পদে চাকরী ৷ মাইনে উপরের মতোনই ,ট্রেনিং শুরু ২০২২ এর জুলাইয়ে ৷ শূন্যপদ– ২২টি , এর মধ্যে এন.সি.সি.র সার্টিফিকেট প্রাপ্তদের জন্য ৩ টি ৷

এয়ারফোর্স অ্যাকাডেমি– উচ্চমাধ্যমিকে ফিজিক্স,ও অঙ্ক অন্যতম বিষয় হিসাবে য়নিয়ে পাশের পর যে কোন শাখার গ্রাজুয়েট ছেলেরা ২-৭-১৯৯৮ থেকে ১-৭-২০০২ এর মধ্যে জন্ম তারিখ থাকলে এয়ারফোর্স অ্যাকাডেমিতে যোগ্য ৷ কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকলে জন্মতারিখ হতে হবে -২-৭-১৯৯৬ থেকে ১-৭-২০০২ এর মধ্যে ৷ শরীরের মাপ লম্বায় ১৬২.৫ সেমি , পায়ের মাপ ৯৯-১২০ সেমি ,থাই -৬৪-৮১.৫ সেমি, ও বসার উচ্চতা ৮১.৫ সেমি থেকে ৯৬ সেমি ৷

শুরুতে ফ্লাইং ব্রাঞ্চের পাইলট হিসাবে ৭৪ সপ্তাহের ট্রেনিং হবে এয়ারফোর্স অ্যাকাডেমিতে ৷ এছাড়া ফ্লাইং ভাতা পাবেন ৷ ট্রেনিং শুরু ২০২২ সালে জুলাইয়ে ৷ শূন্যপদ– ৩২ টি ৷ এর মধ্যে এন.সি.সি র ‘সি’ সার্টিফিকেট প্রাপ্তদের ৩টি ৷এই ৫ বিভাগের ট্রেনিং নিতে হলে দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় ৬/৬ ও কাছের বেলায় প্রতি চোখে N.S. ওপরের সব পদের বেলায় এবছরের ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরাও  যোগ্য ৷ ট্রেনিংয়ের সময় মাসে ২১,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন ৷

ট্রেনিং এ সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরী পাবেন ৷তখন মূল মাইনে ,৫৬,১০০- ১,৭৭,৫০০ টাকা ৷ দরখাস্ত করবেন অনলাইনে ২৪ আগস্টের মধ্যে ৷ এই ওয়েবসাইটে : http://www.upsconline.nic.in এরজন্য বৈধ্য ই-মেল আই.ডি থাকতে হবে ৷ এছাড়া ফটো ও সিগনেচার জে.পি.জি.ফম্যার্টে স্ক্যান করে নেবেন ৷ অনলাইনে দরখাস্ত করলে পরীক্ষা ফি বাবদ ২০০ টাকা র ব্যাঙ্ক,বা নেট ব্যাঙ্কিং এ জমা দিতে পারেন ৷ একাধিক দরখাস্ত করবেন না ৷ মহিলা ও তপসিলিদের ফি লাগবে না ৷ দরখাস্ত করার পর রেজিস্ট্রেশন আই.ডি.সহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রাখবেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =