কোল ফিল্ড লিমিটেডে ৩১৬ অ্যাপ্রেন্টিস নিয়োগ

কোল ফিল্ড লিমিটেডে ৩১৬ অ্যাপ্রেন্টিস নিয়োগ

 

নয়াদিল্লি:  ওয়েস্টার্ন কোল ফিল্ড লিমিটেড গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে ৩১৬ জন লোক নিচ্ছে ৷ কারা কোন ট্রেডের জন্য যোগ্য ৷ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস– মাইনিং,মাইনিং অ্যান্ড মাইন সার্ভিয়িংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা ন্যাটস পোর্টালে নাম এনরোল্ড করে থাকলে যোগ্য ৷ স্টাইপেন্ড মাসে — ৮,০০০টাকা ৷ শূন্যপদ- ২১৫টি ৷ গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস–মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা ন্যাটস পোর্টালে নাম এনরোল্ড করে থাকলে যোগ্য ৷

স্টাইপেন্ড মাসে –৯০০০ টাকা ৷ শূন্যপদ–১০১টি ৷  ওপরের দুই ক্ষেএে বয়স হতে হবে ২১-৯-২১ এর হিসাবে ন্যুনতম ১৮ বছর ৷ ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স পাশহতে হবে ৩০-১১-১৮ এর আগে ৷ কোনো অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকলে যোগ্য নন ৷ শুরুতে ১২ মাসের ট্রেনিং ৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত পরীক্ষার নম্বর দেখে ৷ এই পদের বিজ্ঞপ্তি নং– :WcL/HRD/Noti /Gr.Tech.Appr/2021.22/69,Date :19.08.21.  প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে www.mhrdnats.gov.in এরপর দরখাস্ত করবেন অনলাইনে ২১ সেপ্টেম্বরের মধ্যে ৷ এই ওয়েবসাইটে : www.westerncoal.in এই জন্য বৈধ্য ই.মেল.আই.ডি থাকতে হবে ৷ পাশপোর্ট মাপের ফটো,সিগনেচার স্ক্যান করে নেবেন৷ এরপর ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্টিশেন হয়ে যাবে ৷ তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন ৷ আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 16 =