৬ কেন্দ্রীয় বাহিনীতে ২৫,২৭১ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই সুযোগ

৬ কেন্দ্রীয় বাহিনীতে ২৫,২৭১ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই সুযোগ

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের স্বরাস্ট মন্ত্রকের অধিন বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, সশস্ত্র সীমা বল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স (এস. এস. এফ )-এ কনস্টেবল (জেনারেল ডিউটি ) পদে আর অসম রাইফেলসে রাইফেলম্যান (জেনারেল ডিউটি) পদে ২৫,২৭১ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে ৷ এই ৬ বাহিনীতে লোক নেওয়া হবে সর্বভারতীয় ভিওিতে, কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন মাধ্যমে ৷ এজন্য প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে ৷তাতে সফল হলে শারীরিক মাপজোখ, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে৷

অন্তত মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন ৷ বয়স হতে হবে ১-৮-২০২১র হিসাবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে অথাৎ , জন্ম তারিখ হতে হবে ২-৮-১৯৯৮ থেকে ১-৮-২০০৩ এর মধ্যে ৷ ও.বি.সি সম্প্রদায়ের প্রাথীরা ৩ বছর,তপশিলিরা ৫বছর আর প্রাক্তন সমরকর্মীরা ওবিভাগীয় কর্মীরা যথারীতী বয়সে ছাড় পাবেন ৷ শরীরের মাপজোখ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত ১৭০ সেমি, (তপশিলি উপজাতি হলে ১৬২.৫ সেমি আর ত্রিপুরা, মিজোরাম ওপার্বত্য এলাকার প্রার্থী হলে ১৬৫ সেমি আর ত্রিপুরা ও সিকিমের নকশাল অধ্যুশিত প্রাথীদের বেলায় ১৬০ সেমি ) আর বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি,ও ফুলিয়ে ৮৫ সেমি.(পার্বত্য এলাকার হলে যথাক্রমে ৭৮ও ৮৩ সেমি.) ৷ মহিলাদের বেলায় লম্বায় অন্তত ১৫৭ সেমি,(তপশালি উপজাতি হলে ১৫০ সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রাথী হলে ১৫৫ সেমি.)৷

দৃস্টিশক্তি দরকার দূরের বেলায় এক চোখে ৬-৬ ও অন্য চোখে ৬-৯ ৷কাছের বেলায় ভালো চোখে N6ও খারাপ চোখে N9 ওজন হতে হবে উচ্চতা ওবয়সের সঙ্গে সামাঞ্জস্যপূ্র্ণ ৷ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, ধনুকের মতো পা. ট্যারা দৃস্টি. শুধুমাত্র বাঁ চোখ বোজানোয় অক্ষমতা,আঙ্গুলগুলি নাড়াচাড়া করায় অক্ষমতা,শিরাস্ফীতি, অন্য কোনো শারিরিক ত্রুটি,চোখে চশমা বা, কন্ট্যাক্ট লেন্স কিংবা বর্ণান্ধতা থাকলে আবেদনের যোগ্য নন ৷মূল মইনে-২১,৭০০-৬৯,১০০ টাকা ৷

শূন্যপদঃ বর্ডার সিকিউরিটি ফোর্সে ৭৫৪৫টি ৷ এর মধ্যে ছেলেদের জন্য ৬,৪১৩টি ৷মেয়েদের জন্য ১,১৩২ টি ৷ সেন্টাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে ৮,৪৬৪টি ৷ এর মধ্যে ছেলেদের জন্য ৭,৬১০টি ৷ মেয়েদের জন্য ৮৫৪টি ৷ এস. এস. বি. তে ছেলেদের জন্য ৩,৮০৬ টি ৷ আই.টি.বি.পি. তে ১৪.৩১টি ৷ এর মধ্যে ছেলেদের জন্য ১,২১৬টি ৷ মেয়েদের জন্য ২১৫টি ৷ অসম রাইফেলসে ৩,৭৮৫টি ৷ এর মধ্যে ছেলেদের জন্য ৩,১৮৫টি ৷ মেয়েদের জন্য ৬০০টি ৷ এস.এস. এফ.এ ২৪০টি ৷ এর মধ্যে ছেলেদের জন্য ১৯৪টি ৷মেয়েদের জন্য ৪৮টি ৷ প্রাথী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন ৷ Constable (GD)in Central Armed Police Forces (CAPFs). NIA & SSF and Rifleman (GD) in Assam Rifles (AR) Examination.2021 এর পরীক্ষার মাধ্যমে ৷

কম্পিউটার বেসড পরীক্ষায় সফল হলে শারীরিক মাপজোখের পরীক্ষা (PST) ও শারীরিক সক্ষমতার পরীক্ষার (PET)জন্য ডাকা হবে ৷ তখন সব সার্টিফিকেট পরীক্ষা হবে ৷ শারীরিক মাপজোখের পরীক্ষায় প্রথমে থাকবে ছেলেদের বেলায় ২৪ মিনিটে ৫ কিমি দৌড় আর মেয়েদের বেলায় ৮.৩০ মিনিটে ১.৬ কিমি দৌড় ৷ অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হবে না ৷ ই-অ্যাডমিট ডাউন লোড করতে পারবেন, এই ওয়েবসাইট থেকে .www.crpf.nic.in সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে ৷ চুড়ান্ত তালিকা তৈরীর সময় লিখিত পরীক্ষার নম্বর দেখা হবে ৷ শারীরিক মাপজোখ বা,শরীরিক সক্ষমতায় পাওয়া নম্বর দেখা হবে না ৷ প্রতিটি রাজ্যের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে ৷

সাধারণ ও প্রাক্তন সমরকর্মীরা ৩৫% আর তপশিলি, ও.বি.সি.রা ৩৩%নম্বর পেলে সফল হবেন ৷ পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইডে : www.ssc.nic.in দরখস্ত করতে পারবেন অনলাইনে ৩১ আগস্টের মধ্যে৷ এই ওয়েবসাইটে ;www.ssconline.nic.in.www.ssc.nic.in>Apply>GD-Constable এইজন্য বৈধ্য একটি ই-মেল আই.ডি. থাকতে হবে৷ এছাড়াও পাশপোট মাপের রঙিন ফটো (৪থেকে ২০কেবির মধ্যে) ও সিগনেচার(১থেকে১২ কেবির মধ্যে) স্ক্যান করে নেবেন ৷প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে ৷ তারপর পরীক্ষার ফী বাবদ ১০০ টাকা ইউ.পি.আই. ভীম, নেট ব্যাঙ্কিং,ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিংবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানের মাধ্যমে জমা দিতে পারবেন ৷ অনলাইনে ফ্রি জমা দিতে পারবেন ২ সেপ্টেম্বরের মধ্যে আর অফলাইনে ৭ সেপ্টম্বরের মধ্যে ৷তপশিলী জাতি,তপশিলী উপজাতি,মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 1 =