নয়াদিল্লি: জুনিয়ার ইঞ্জিনিয়ার এবং সিনিয়ার অ্যাকাউন্ট্যান্ট পদে ১৬৬ জনকে নেবে এনএইচপিসি লিমিটেড৷ প্রার্থী বাছাই হবে একটি জাতীয় স্তরের পরীক্ষার মাধ্যমে৷ কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নং– NH/Rectt./02/2021.
শূন্যপদ — সিনিয়ার মেডিক্যাল অফিসার-১৩টি ৷ শিক্ষাগত যোগ্যতা–এম বি বি এস ,সঙ্গে কমপালসারি ইন্টানশিপ সম্পূর্ন করতে হবে৷ পাশাপাশি ১-০৭-২০২১ তারিখ অনুসারে সংশ্লিষ্ট কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স–১-৭-২১ তারিখে ৩৩ বছরের মধ্যে হতে হবে ৷ বেতন– ৬০,০০০-১,৮০,০০০ টাকা৷
জুনিয়ার ইঞ্জিনিয়ার–সিভিল ৬৮টি,ইলেক্ট্রিক্যাল ৩৪টি, মেকানিক্যাল৩১টি, ৷ শিক্ষাগত যোগ্যতা–অন্তত ৬০ শতাংশ নম্বরসহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা ৷ অটোক্যাড বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার ৷ বয়স–১-৭-২১ তারিখে ৩০ বছর ৷ বেতন– ২৯,৬০০- ১,১৯,৫০০ টাকা ৷
সিনিয়ার অ্যাকাউন্ট্যান্ট– ২০ টি ৷ শিক্ষাগত যোগ্যতা — অন্তত সি এম এ বা সি এ ইন্টারমিডিয়েট পাশ ৷ বয়স–১-৭-২১ তারিখে ৩০ বছর ৷ বেতন– ২৯,৬০০-১,১৯,৫০০ টাকা ৷
নিয়মানুসারে তপসিলি,ও.বি.সি এবং প্রতিবন্ধীরা ৫,৩,ও১০ বছরের ছাড় পাবেন ৷ প্রার্থী বাছাই হবে কম্পিউটারভিওিক পরীক্ষার মাধ্যমে ৷ কলকাতায় পরীক্ষাকেন্দ্র আছে ৷ ২০০ নম্বরের পরীক্ষায় থকবে সংশ্লিষ্ট বিষয়, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ক প্রশ্ন ৷ সময়সীমা– ৩ ঘন্টা ৷ অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে:www.nhpcindia.com দরখাস্তের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ৷ ফি বাবদ দিতে হবে ২৫০ টাকা ৷ তপসিলি, প্রতিবন্ধি,ও প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না ৷ ফি দিয়ে ই-রিসিপ্ট এবং দরখাস্ত সাবমিটের পর এক কপি প্রিন্ট আউট নেবেন,এবং কাছে রাখবেন পড়ে লাগবে ৷ বিস্তারিত জানতে ঐ ওয়েবসাইট দেখুন ৷