অসম রাইফেলসে ১২৩০ শূন্যপদে নিয়োগ

অসম রাইফেলসে ১২৩০ শূন্যপদে নিয়োগ

নয়াদিল্লি: হাবিলদার,রাইফেলম্যান(কুক) রাইফেলম্যান (সাফাই) -সহ বিভিন্ন পদে ১,২৩০ জনকে নেবে অসম রাইফেলস৷ পশ্চিমবঙ্গের ক্ষেএে শূন্যপদ ৫০টি ৷ প্রার্থী বাছাই করা হবে রেলির মাধ্যমে ৷ রেলি শুরু হবে ১ লা ডিসেম্বর থেকে ৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নং : 1.12016/Rect Branch/2021-22/656.

পশ্চিমবঙ্গের শূন্যপদের বিবরন– হাবিলদার (ক্লার্ক) ৯টি , রাইফেলম্যান (ইলেক্ট্রিক্যাল ফিটার সিগনাল) ২টি, রাইফেলম্যান (লাইনম্যান ফিল্ড)১টি ,রাইফেলম্যান ( ইলেক্ট্রিশিয়ান মেকানিক ভেহিকেল)১টি, হাবিলদার (ইনষ্ট্রুমেন্টরিপিয়ারর বা মেকানিক )১টি, রাইফেলম্যান(ভেহিক্যাল মেকানিক)১টি, রাইফেলম্যান (আপহোলস্টার)১টি ৷ নায়েব সুবেদার (ব্রীজ অ্যান্ড রোড)১টি, রাইফেলম্যান (ইলেক্টশিয়ান) ২টি , রাইফেলম্যান (প্লাম্বার)২টি,
হাবিলদার (সার্ভেয়ার) ২টি৷ ওয়ারেন্ট অফসার(ফার্মাসিস্ট),৩টি ৷ হাবিলদার (এক্সে অ্যাসিস্ট্যান্ট)২টি ৷ রাইফেলম্যন(কুক) ১৪টি ৷ রাইফেলম্যান(মশালচি)১টি ৷ রাইফেলম্যান (সাফাই) ৪টি পুরুষ ৷ রেলিতে নথিপত্র যাচাইয়ের পর দৈহিক সক্ষমতার পরীক্ষা,লিখিত পরীক্ষা, প্রযোজ্য ক্ষেএে ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ৷ সবশেষে মেডিকেল এক্সামিনেশান ৷ অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে :www.assamrifles.gov.in.
দরখাস্তের শেষ তারিখ ২৫ অক্টোবর ৷ বিশদ জানতে ওপরের ওয়োবসাইট দেখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =