চিনকে রুখতে ১ লক্ষ শূন্যপদ দ্রুত নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

চিনকে রুখতে ১ লক্ষ শূন্যপদ দ্রুত নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

নয়াদিল্লি: বছরে কোটি কোটি চাকরির প্রস্তুতি থাকলেও বাস্তাবে তা অধরা থেকেই গিয়েছে৷ নতুন কর্মসংস্থান তৈরিতে কেন্দ্রের ভূমিকা নিয়ে আগেই উঠেছিল প্রশ্ন৷ এবার করোনা আবহে বাড়তে থাকা বেকারি কমাতে বড়সড় ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই৷ আধা সেনায় নিয়োদের বিষয়ে রাজ্যসভায় তথ্য দিয়েছেন মন্ত্রী৷

রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় আধাসেনার অধীনে থাকা বাহিনীতে ১ লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে৷ সেই সমস্ত শূন্যপদে নতুন করে নিয়োগ শুরু হতে হবে৷ ১ লক্ষ শূন্যপদের মধ্যে সবথেকে বেশি ফাঁকা পদ পড়ে রয়েছে বিএসএফে৷ দ্রুত লক্ষাধিক শূন্যপদেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন তিনি৷

স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানিয়েছেন, ৬০২১০ কনস্টেবল, ২৫৩৪ সাব ইন্সপেক্টর ও ৩৩০ অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷ স্টাফ সিলেকশন কমিশন ও ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে বলেও জানিয়েছেন মন্ত্রী৷ আগামীদিনে বাকি প্রায় ৪৫ হাজার পদে নিয়োগের পরিকল্পনা কেন্দ্রের রয়েছে বলেও সংসদে বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী৷

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বিএসএফের মোট শূন্যপদ রয়েছে ২৮৯২৬ টি৷ সিআরপিএফে শূন্যপদ আছে ২৬৫০৬টি৷ এসএসবিতে শূন্যপদের সংখ্যা ১৮৬২৩ টি, আইটিবিপিতে শূন্যপদ রয়েছে ৫৭৮৪ টি৷ অসম রাইফেলসের রয়েছে ৭৩২৮টি পদশূন্য৷ সরকার চা‌ইছে, এই বিপুল সংখ্যক শূন্যপদে দ্রুত নিয়োগ হোক৷

ইতিমধ্যেই চিনের সঙ্গে বিপুল সংঘাতের আবহ তৈরি হয়েছে৷ এই পরিস্থিতিতে সিকিম থেকে শুরু করে অরুণাচল প্রদেশ, লাদাখ ও উত্তরাখন্ডে সীমান্ত প্রহরার জন্য প্রচুর আধাসেনা প্রয়োজন৷ ইতিমধ্যেই বিপুল সেনাও মোতায়েন করা হয়েছে৷ চিনের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও বিশেষ উন্নতি এখনও হয়নি৷ আসন্ন শীতকালেও এই সংঘাত বজায় থাকবে বলে অনুমান৷ ফলে, পরিস্থিতির গুরুত্ব বুঝে আধাসেনা পদে নিয়োগ যে এখন আশু কর্তব্য, তা বেমালুম জানে কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =