পঞ্জাব: পঞ্জাবের স্কুল এডুকেশন বিভাগে এলিমেন্টারি টিচার ট্রেনিং প্রাপ্ত ৬ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ করতে ৩০ জুলাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এলিমেন্টারি টিচার ট্রেনিং বা ইটিটি প্রশিক্ষণ থাকলে, তবেই প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। ৩ অগস্ট মঙ্গলবার থেকে আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়ে গিয়েছে। ১৭ অগস্ট, ২০২১ বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে৷ পরে আবেদন করলে, তা বাতিল বলে গণ্য করা হবে। পরীক্ষার দিনক্ষণ এখনও জানানো হয়নি৷
বয়স
জানুয়ারি ১, ২০২১ অনুযায়ী, যোগ্য ও আগ্রহী প্রার্থীদের বয়স কমপক্ষে ১৮ ও সর্বোচ্চ ৩৭ বছর হতে হবে।
আবেদন ফি
জেনারেল ও অন্যান্য প্রার্থীদের আবেদনের জন্য ফি বাবদ ১০০০ টাকা করে দিতে হবে। এসসি, এসটিদের দিতে হবে ৫০০ টাকা করে। এক্স সার্ভিস ম্যানরা আবেদন করতে চাইলে কোনও টাকা দিতে হবে না।
বেতন
এই বিভাগে শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১০ হাজার ৩০০ টাকা।
যোগ্যতা
স্বীকৃত কোনও বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার সার্টিফিকেট থাকতে হবে। সঙ্গে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ২ বছরের এলিমেন্টারি টিচার্স ট্রেনিং প্রশিক্ষণ থাকা বাঞ্ছনীয়৷
নিয়োগ প্রক্রিয়া
প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় পাশ করলে এবং প্রার্থীদের অ্যাকাডেমিক রেকর্ড দেখে একটি মেরিট লিস্ট তৈরি হবে। গ্র্যাজুয়েশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ১০ নম্বর করে যুক্ত করা হবে। নাম নথিভুক্ত করার আগে বিজ্ঞপ্তিটি প্রার্থীদের ভালো করে পড়ে নিতে বলা হয়েছে কর্তৃপক্ষের তরফে৷ রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড (মোবাইল নম্বরে পাঠানো হবে বা ইমেল আইডি-তে) সেভ করে রেখে দিতে হবে৷ রেজিস্ট্রেশনের পর লগ ইন করে অ্য়াপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে৷ ফর্মটি অ্যাপ্রুভ হয়ে গেলে ফি দেওয়া যাবে। চালানটি প্রিন্ট করে রাখতে হবে।
আবেদন পদ্ধতি
পঞ্জাবের স্কুল এডুকেশন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে https://educationrecruitmentboard.com গিয়ে রিক্রুটমেন্ট ফর ৬৬৩৫ পোস্ট অফ ইটিটি টিচার্স ২০২১ এ ক্লিক করতে হবে৷ এরপর রেজিস্টার নাওতে ক্লিক করে আবেদনপত্রে সম্পূর্ণ তথ্য দিয়ে সব নথির স্ক্যান করা কপি আপলোড করতে হবে। আবেদন ফি দিয়ে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।