৪,৪৮১ শূন্যপদে মহিলা ও শিশু কল্যাণ বিভাগে নিয়োগ, জারি বিজ্ঞপ্তি

৪,৪৮১ শূন্যপদে মহিলা ও শিশু কল্যাণ বিভাগে নিয়োগ, জারি বিজ্ঞপ্তি

চণ্ডীগড়: অঙ্গনওয়াড়ি কর্মী, ক্ষুদ্র অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে পঞ্জাব সরকার। সম্প্রতি ২০২১ সালের জন্য পঞ্জাবের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পঞ্জাব অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য যোগ্য এবং ইচ্ছুক মহিলা প্রার্থীদের  swcd.punjab.gov.in-তে দ্রুত আবেদন জানাতে বলা হয়েছে।

মোট ৪,৪৮১টি শূন্যপদের মধ্যে ৩,২২৯টি অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য ১,১৭০টি এবং ৮২টি ক্ষুদ্র অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য নির্দিষ্ট করা হয়েছে।

অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০১১: গুরুত্বপূর্ণ তারিখগুলি হল- আবেদন জমা নেওয়া শুরু হয়েছে ৩ জুন, ২০২১ থেকে এবং আগ্রহী প্রার্থীরা ৪ জুলাই, ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন। সুপারভাইজার পদের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ৫ জুলাই, ২০২১। সুপারভাইজার পদে আবেদনের জন্য ৯ জুলাই, ২০২১ তারিখ পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। নির্দিষ্ট এই তারিখগুলো অবশ্যই মনে রাখতে হবে প্রার্থীদের৷ কারণ নির্ধারিত শেষ তারিখের পরে আর আবেদন করা যাবে না৷
 

যোগ্যতা: অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং দশম শ্রেণি পর্যন্ত পঞ্জাবি ভাষা থাকতে হবে। ক্ষুদ্র অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকা আবশ্যিক এবং দশম শ্রেণি পর্যন্ত পঞ্জাবি ভাষা পড়তে হবে। অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য প্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে৷ পাশাপাসি পঞ্জাবি ভাষার জ্ঞান থাকা দরকার।
 

বয়সসীমা: ১৮ থেকে ৩৭ বছর বয়সের মধ্যে সম্ভাব্য প্রার্থীরা এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন।
 

বেতন: আবেদনকারীরা মনোনীত হলে প্রতি মাসে ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
 

নির্বাচন প্রক্রিয়া: পঞ্জাবের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন হবে বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে। প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। এর পর সেই তালিকা অনুযায়ী ইন্টারভিউ নেওয়া হবে এবং প্রার্থীদের নথিপত্র যাচাই করা হবে। উত্তীর্ণ হলে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 1 =