কলকাতা: পঞ্চায়েত সমিতির অধীনে রাজ্যের সমস্ত জেলাতেই নিয়োগ প্রক্রিয়া চালু হবে সমিতি এডুকেশন অফিসার পদে। চলতি মাসে সেই কর্মখালির বিজ্ঞপ্তি দিল হুগলির জেলাশাসক। ২ মার্চ প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমিতি এডুকেশন অফিসার পদে নিয়োগ করা হবে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে চলবে এই নিয়োগ প্রক্রিয়া৷ সেক্ষেত্রে পঞ্চায়েতে কর্মী নিয়োগ সংক্রান্ত ২০০৭ সালের বিধি অনুসরণ করা হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে৷
ওই বিধি অনুসারে শিশু শিক্ষা কেন্দ্রের সহায়ক, সহায়িকারা; মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সম্প্রসারক, সম্প্রসারিকারা; শিশু শিক্ষা কেন্দ্র বা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের অ্যাকাডেমিক সুপারভাইজাররা; পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের স্টেট কোয়ালিটি ম্যানেজার, ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজার ও কমিউনিটি মবিলাইজাররা আবেদন করতে পারেন এই শূন্যপদের জন্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সমিতিতে নিয়োগ সংক্রান্ত ২০০৭ সালের বিধি অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছর।শূন্যপদ: ৭টি। এর মধ্যে অসংরক্ষিত ৩টি, তফশিলি জাতি ২টি, তফশিলি উপজাতি ১টি, ওবিসি ক্যাটাগরি এ ১টি। ওবিসি ক্যাটাগরি ২-এর জন্য আলাদা কোনও শূন্যপদ নেই।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তরে বিএড অথবা স্নাতক ডিগ্রির পাশাপাশি প্রাথমিক বা মাধ্যমিক স্তরের স্কুলে কমপক্ষে তিন বছর পড়ানোর অভিজ্ঞতা অথবা গভর্নমেন্ট স্পনসরড অল্টারনেটিভ সিস্টেম অফ এডুকেশনের সঙ্গে কমপক্ষে তিন বছর কাজ করার অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি অথবা তিন বছরের ম্যানেজমেন্ট অফ এডুকেশনের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি।
শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম জানিয়েছেন, '২০১৩ সালের পর থেকে নিয়োগ করা হয়নি। ফলে আমরা বারবার দরবার করেছিলাম, স্থায়ী নিয়োগ করা হোক। স্কুলগুলো বাঁচানো হোক। সরকারের নিয়মনীতির জন্য নতুনভাবে নিয়োগ হচ্ছে না। তাই স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।' তিনি আরও বলেন, 'যাঁদের যোগ্যতা রয়েছে তাঁরা পরীক্ষার মাধ্যমে সমিতি এডুকেশন অফিসার পদে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন।'