একাধিক শূনপদে নিয়োগ বিজ্ঞপ্তি PSC-র, শুরু আবেদন

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন৷ এই সমস্ত পদ রাজ্যের টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ের ভিত্তিতে পূরণ করা হবে৷ আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে৷ আবেদনের শেষ তারিখ ৩০ জানুয়ারী ২০২০৷ সমস্ত ধরণের সংরক্ষণ এবং বয়স শিথিলতা কেবলমাত্র পশ্চিমবঙ্গের প্রকৃত নাগরিকদের জন্যই উপলব্ধ৷  অন্যান্য রাজ্যের প্রার্থীদের অসংরক্ষিত বিভাগের আওতায় আবেদন করতে হবে৷ এই পরীক্ষায় আবেদনকারীদের আবশ্যিকভাবে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে৷

কলকাতা: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন৷ এই সমস্ত পদ রাজ্যের টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ের ভিত্তিতে পূরণ করা হবে৷ আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে৷ আবেদনের শেষ তারিখ ৩০ জানুয়ারী ২০২০৷ সমস্ত ধরণের সংরক্ষণ এবং বয়স শিথিলতা কেবলমাত্র পশ্চিমবঙ্গের প্রকৃত নাগরিকদের জন্যই উপলব্ধ৷  অন্যান্য রাজ্যের প্রার্থীদের অসংরক্ষিত বিভাগের আওতায় আবেদন করতে হবে৷ এই পরীক্ষায় আবেদনকারীদের আবশ্যিকভাবে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে৷

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, মোট পদ: ২০৯টি৷ (বিষয় অনুসারে শূন্যপদের শ্রেণিবিন্যাস) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (পদার্থবিজ্ঞান), পদ: ৩৭টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (রসায়ন), পদ: ৩৭টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং), শূন্য পদ: ৩২টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল ইঞ্জিনিয়ার), শূন্যপদ: ৩৫টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (সিভিল ইঞ্জিনিয়ারিং), শূন্যপদ: ২৬টি৷ পরীক্ষাগার সহকারী (কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি), শূন্যপদ: ৯টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (ফুড প্রসেসিং টেকনোলজি), শূন্যপদ: ৭টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং), শূন্যপদ: ৮টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (ইন্সট্রুমেন্টেশন টেকনোলজি), শূন্যপদ: ২টি৷  ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং), শূন্যপদ: ২টি৷  ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (প্যাকেজিং টেকনোলজি), শূন্যপদ: ২টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স), শূন্যপদ: ২টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি), শূন্যপদ: ২টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং), শূন্যপদ: ১টি৷ 

যোগ্যতা: (উপরের সমস্ত পদ): স্বীকৃত বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে সম্পর্কিত বিষয়ে স্নাতক ডিগ্রি৷ অথবা সংশ্লিষ্ট বিষয়ে কোর্স বা সার্টিফিকেট কোর্স সহ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি আবশ্যিক৷

বেতনক্রম: (উপরোক্ত পদগুলির জন্য): ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা৷ গ্রেড পে – ২৯০০ টাকা৷

বয়সসীমা: (উপরোক্ত সমস্ত পদের ক্ষেত্রে): সর্বাধিক ৪০ বছর৷ এটি ১ জানুয়ারি, ২০১৯ এর অনুসারে৷ পশ্চিমবঙ্গ সরকারের বিধি অনুসারে সর্বোচ্চ বয়সে ছাড় দেওয়া হবে৷

বাছাই প্রক্রিয়া: লিখিত পরীক্ষা / ইন্টারভিউতে পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে৷

আবেদন ফি: সাধারণ, ওবিসি, ইডব্লিউএস এবং অন্যান্য রাজ্য প্রার্থীদের জন্য ১৬০টাকা৷ পশ্চিমবঙ্গের এসসি / এসটি এবং প্রতিবন্ধীদের কোনও ফি দিতে হবে না৷
– অনলাইনে এবং অফলাইন দুটি মাধ্যমেই ফি দেওয়া যাবে ৷

আবেদন প্রক্রিয়া: কমিশনের ওয়েবসাইট pscwbapplication.in এ লগ-ইন করতে হবে৷ হোমপেজটি খুললে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট / অ্যানাউন্সমেন্ট সেকশন-যেতে হবে৷ – ADVERTISEMENT FOR RECTT. TO THE POST OF LABORATORY ASSISTANT… (ADVT. NO. 1/2020) লিংক-এ গিয়ে আবেদনপত্র পাওয়া যাবে৷
সেখানে নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট বের করে সেটি প্রার্থীকে নিজের কাছেই যত্ন সহকারে রাখতে হবে৷

আবেদনের তারিখ-
অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩০ জানুয়ারি,২০২০
অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ জানুয়ারি ২০২০ 
অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২০ 
বিষয়ে বিস্তারিত জানা যাবে কমিশনের ওয়েবসাইট pscwbapplication.in৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =