নয়াদিল্লি: লোকসভা নির্বাচন পর্ব মিটতেই নিয়োগ প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন বা ইপিএফও৷ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করতে চলেছে তারা। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়েছে৷
ইপিএফওর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ ও ৩১ জুলাই প্রথম পর্যায়ের নিয়োগ পরীক্ষা হবে। অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩০ মে থেকে। তা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। ইপিএফওর ওয়েবসাইট www.epfindia.gov.in এ গিয়ে আবেদন করতে হবে।
পরীক্ষা হবে দুটো পর্যায়ে। প্রিলিমিনারি এবং মেইন। প্রথম পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে আগামী ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সময়ে। ২০ থেকে ২৭ বছর বয়সের আবেদনকারীরাই পরীক্ষায় বসতে পারবেন।
জানা গিয়েছে, সারা দেশের মোট ৪২টি জায়গায় পরীক্ষা নেওয়া হবে৷ পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবেন কলকাতা ও জলপাইগুড়ি শহরে৷ ইপিএফও জানিয়েছে, ২৮০টি শূন্যপদের ক্ষেত্রে সাধারণের জন্য রয়েছে ১১৩টি আসন। ওবিসির জন্য থাকছে ৭৬টি। এসসির জন্য ৪২টি এবং এসটির জন্য ২১টি আসন সংরক্ষিত থাকছে। আর্থিকভাবে দুর্বলদের (ইডব্লুএস) জন্য সংরক্ষিত থাকছে মোট ২৮টি আসন৷