নয়াদিল্লি: এবার নিয়োগ করতে চলেছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্প্রতি বেশ কয়েকটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি৷ শীঘ্রই নিয়োগ করা হবে। বৈজ্ঞানিক পদ ছাড়াও বিভিন্ন বিভাগে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে। তারপর আবেদনপত্র এলে তা গণ্য হবে না।
শূন্যপদের বিবরণ
মোট ১৩টি শূন্যপদ রয়েছে। ১৩ জন বিজ্ঞানীর মধ্যে রয়েছে সায়েন্টিস্ট সি, সায়েন্টিস্ট ডি, সায়েন্টিস্ট এফ-এ শূন্যপদ।
সায়েন্টিস্ট সিতে সবচেয়ে বেশি অর্থাৎ মোট ৯টি শূন্যপদ রয়েছে৷
সায়েন্টিস্ট ডিতে রয়েছে ৩টি শূন্যপদ।
সায়েন্টিস্ট এফ-এতে ১ টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা
তিনটি বিভাগের জন্য প্রয়োজনীয় বয়সসীমা ভিন্ন-
সায়েন্টিস্ট সি পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে।
সায়েন্টিস্ট ডি পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে ।
সায়েন্টিস্ট এফ-এ পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫০ বছর হতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই তিনটি বিভাগে বিজ্ঞানী নিয়োগের ক্ষেত্রে কোনও সিটই সংরক্ষিত নয়।
কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে যোগ্য প্রার্থী বাছাইয়ের স্ক্রিনিং প্রক্রিয়া সম্পন্ন হবে। কেন্দ্রীয় সরকারের পরামর্শ মতো এলিজিবিলিটি কমিটি, স্ক্রিনিং কাম শর্ট লিস্টিং কমিটি এবং ইন্টারভিউ বোর্ড তৈরি হবে।