নয়াদিল্লি: ভারত সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের আওতাধীন সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তরফে ট্রেনি ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য নিয়োগ করতে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র দিতে বলা হয়েছে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.bel-india.in/-এ গিয়ে প্রার্থীরা এই বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে পারেন। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে৷ ইতিমধ্যেই আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়ে গিয়েছে৷ ১৫ অগস্ট, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলা হয়েছে। মূলত ইভিএম তৈরি, এক্সপোর্ট ম্যানুফ্যাকচারিং, এসসি এবং ইউএস, বেঙ্গালুরু কমপ্লেক্সের এসবিইউএস-এ মিলিটারি র্যাৈডার ও মিলিটারি কমিউনিকেশন ইত্যাদি কাজের জন্য নিয়োগ করা হবে।
শূন্যপদ:
মোট পদের সংখ্যা ৫১১টি৷
শূন্যপদের বিবরণ:
ট্রেনি ইঞ্জিনিয়ার পদে ৩০৮টি
প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে ২০৩টি পদ
পদ সংক্রান্ত বিশেষ ঘোষণা:
প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে প্রাথমিকভাবে ২ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, পরে প্রয়োজন অনুযায়ী চুক্তির সময়সীমা আরও ২ বছর (সর্বোচ্চ ৪ বছর) বাড়ানো হতে পারে। ট্রেনি ইঞ্জিনিয়ার পদে প্রাথমিকভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, পরে চুক্তির সময়সীমা আরও ১ বছর (সর্বোচ্চ ৩ বছর) বাড়ানো হতে পারে। প্রিত ক্ষেত্রেই প্রার্থীদের প্রজেক্ট অনুযায়ী এবং ব্যক্তিগত কাজের দক্ষতার ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি:
আবেদনকারী প্রার্থীদের বিই এবং বিটেকে প্রাপ্ত নম্বর অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। বিই এবং বিটেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৭৫% নম্বর পাবেন প্রার্থীরা৷ কাজের পূর্ব অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে ১০% নম্বর পাবেন প্রার্থীরা৷