১০৭৯৮ শূন্যপদে নিয়োগ অনুমোদন নবান্নের, PRB-র মাধ্যমে নিয়োগ

১০৭৯৮ শূন্যপদে নিয়োগ অনুমোদন নবান্নের, PRB-র মাধ্যমে নিয়োগ

কলকাতা: সামনেই পুরসভা নির্বাচন৷ তারপরই বেজে যাবে বাংলা ভোটের ঢাক৷ আর নির্বাচনের আগে রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে ১০৭৯৮ শূন্যপদে নিয়োগের প্রস্তুতি শুরু করছে নবান্ন৷ কনস্টেবল থেকে শুরু করে সাব-ইন্সপেক্টর-সহ গুচ্ছ পদে নিয়োগ হতে চলেছে৷

এর আগে সুপ্রিম কোর্ট দেশের জনতার নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত রাজ্যকে পুলিশে শূন্যপদগুলি দ্রুত নিয়োগ করার বিষয়ে নির্দেশ দেয়৷ জানিয়ে দেওয়া হয়, ২০২০ সালের মধ্যে এই নিয়োগ করতে হবে৷ সরকারি সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে প্রায় ৪০ হাজার শূন্যপদ রয়েছে৷ মনে করা হচ্ছে, সুপ্রিম নির্দেশকে মাথায় রেখে রাজ্য ও কলকাতা পুলিশে নিয়োগ করা হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে৷

নবান্ন সূত্রে খবর, আগামী ১৬ আগস্ট রাজ্য পুলিশে প্রায় ৮৫০০ শূন্যপদে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ লিখিত পরীক্ষার পর শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে৷ এরপর সফল হওয়া প্রার্থীদের চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষায় ডাকা হবে৷ সেখানে সফল হওয়ার পর ইন্টারভিউয়ের মধ্যমে কনস্টেবল পদে নিয়োগ করা হবে৷

রাজ্য পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশে ২২৯৮ শূন্যপদে নিয়োগের অনুমোদন দিয়েছে নবান্ন৷ পুলিশে গ্রুপ বি পদে ৪ হাজার ৫৯৭টি ও গ্রুপ সি পদে ২ হাজার ২৯৮টি শূন্যপদে নিয়োগের অনুমোদন দিয়েছে নবান্ন৷ ১৮৫ শূন্যপদে সাব-ইন্সপেক্টরের,  ২৫টি শূন্যপদে মহিলা সাব-ইন্সপেক্টর, ১২৫ শূন্যপদে সার্জেন্ট, দেড় হাজার শূন্যপদে কনস্টেবল ও ২৮৫টি শূন্যপদে মহিলা কনস্টেবল ও ১৭৫টি শূন্যপদে চালক নিয়োগ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + seventeen =