পুলিশ-দমকল সহ ৮ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ! বড় সিদ্ধান্ত নবান্নের

পুলিশ-দমকল সহ ৮ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ! বড় সিদ্ধান্ত নবান্নের

কলকাতা: নিয়োগ সংক্রান্ত ইস্যুতে বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কলকাতা পুলিশ-দমকল-স্বাস্থ্য সহ রাজ্যে প্রায় ৮ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করা হবে বলে আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতি ইস্যুতে যখন তোলপাড় রাজ্যের রাজনীতি তখন নবান্নের পক্ষ থেকে এই এত বড় ঘোষণা করা হল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সরকারের তরফে আগে থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

নবান্ন সূত্রে খবর, মোট ৮ হাজার ৫১২ শূন্যপদে নিয়োগ করা হবে যার মধ্যে কলকাতা পুলিশে নিয়োগ করা হতে চলেছে ২ হাজার ৫০০ কনস্টেবল। এছাড়াও ৪৪০ জন লোয়ার ডিভিশন ক্লার্কও নেওয়া হবে। পাশাপাশি ৫ হাজার ৪৬৮ জন কমিউনিটি হেলথ অফিসারও নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। অন্যদিকে ৮৬টি নতুন পদ তৈরি করা হয়েছে দমকলে বলেও খবর মিলেছে। এই নিয়োগ ছাড়াও নিউ চামতা চা বাগানের ১৯ একর জমিতে চাষ পর্যটনের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ইথানল কারখানার জন্য জমি বরাদ্দ করা হবেও বলেও জানানো হয়েছে।  

বর্তমানে রাজ্যে এসএসসি-র শিক্ষক নিয়োগের পাশাপাশি, গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ, পুলিশ, আশাকর্মী… সবক্ষেত্রে নানা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। তা নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এছাড়া ইডি, সিবিআই দ্বারা বহু ব্যক্তির গ্রেফতারি আরও বেশি তোলপাড় ফেলেছে সর্বত্র। সেই আবহের মধ্যে এত সংখ্যক নিয়োগের সিদ্ধান্ত যে অবশ্যভাবে গুরুত্বপূর্ণ বিষয় তা বলাই বাহুল্য। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান নিয়ে নানা ঘোষণা করেছিলেন। আপাতত এই ঘোষণা কার্যকর হবে বলে আশা করছেন সকলে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =