কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক সহ প্রায় ৪০ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ, শীঘ্রই দেওয়া হবে বিজ্ঞপ্তি

কলকাতা: শিক্ষক ও শিক্ষাকর্মী পদে প্রচুর নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় বিদ্যালয়৷  শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। জানা গিয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাকাডেমিক ও…

school KV

কলকাতা: শিক্ষক ও শিক্ষাকর্মী পদে প্রচুর নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় বিদ্যালয়৷  শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। জানা গিয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয়ে অ্যাকাডেমিক ও নন অ্যাকাডেমিক মিলিয়ে প্রায় ৪০ হাজারের বেশি শূন্যপদ পূরণ করা হবে। পিজিটি এবং টিজিটি শিক্ষকদের পাশাপাশি ক্লার্ক এবং পিয়ন পদেও প্রচুর শূন্যপদ রয়েছে৷ আগামী দুই-এক মাসের মধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।

কেন্দ্রীয় বিদ্যালয়ের পিজিটি (প্রাথমিক শিক্ষক) টিজিটি (প্রশিক্ষিত স্নাতক শিক্ষক, স্নাতকোত্তর শিক্ষক) ক্লার্ক এবং পিয়ন পদে নিয়োগ করা হবে। গত বছরে কেন্দ্রীয় বিদ্যালয়ে সব মিলিয়ে শূন্যপদ ছিল ১৩ হাজার। চলতি বছরে আনুমানিক ৪০ হাজার শূন্যপদ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষকপদগুলিতে আবেদন করার দ্বাদশ শ্রেণী পাশের সংশাপত্র সহ D.El.Ed ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। মাধ্যমিক স্তরের শিক্ষক পদের জন্য অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী সহ D.Ed অথবা B.Ed ট্রেনিং করতে হবে। ক্লার্ক এবং পিয়ন শ্রেণির পদগুলির জন্য মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা প্রয়োজন হবে।