৮,৬৩২ শূন্যপদে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা

৮,৬৩২ শূন্যপদে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা

কলকাতা: পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে ৮,৬৩২ জন ছেলেমেয়ে নেওয়ার জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল, তার প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে ২৬ সেপ্টেম্বর, বেলা ১২টাথেকে ১টা পর্যন্ত৷ই-অ্যাডমিট কার্ড ৬ ই সেপ্টেম্বর থেকে ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে:www.wbpolice.gov.in৷ এজন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্ম তারিখ দিতে হবে৷ কীভাবে ও.এম.আর. শীটে পরীক্ষা দেবেন, তার স্পেসিমেন কপি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন৷

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুমেন্ট বোর্ড সূত্রে জানা গেছে এই পদের জন্য এবছর প্রায় ৯ লাখ প্রার্থী পরীক্ষা দেবেন৷ উওর ২৪ পরগণা জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৮১,৭০০টি ৷ এর মধ্যে বারাসাত কেন্দ্রে পুরুষ ১৪,৮০০,ও মহিলা ৫,০০০ ৷ ব্যারাকপুর কেন্দ্রে পুরুষ ১১,৯০০,মহিলা ৬,২০০ ৷ বনগাঁ কেন্দ্রে পুরুষ ৭,৭০০,মহিলা ৪,৩০০৷ বসিরহাট কেন্দ্রে পুরুষ ৯,২০০, মহিলা-৩,৬০০ ৷ বিধাননগর কেন্দ্রে পুরুষ ১৮,৮০০ ও মহিলা ২,০০০ ৷

২০২০ সালের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের জন্য এবছর জানুয়ারী মাস নাগাদ দরখাস্ত নেওয়া হয়েছিল৷ মোট ৪টি পর্যায়ের পরীক্ষা হবে ৷ প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে ৷ সফল হলে শারীরীক পরীক্ষা হবে ৷ সফল
হলে লিখিত মেন পরীক্ষা  ৷তারপর পার্সোনালিটি টেস্ট ৷ প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় ১০০ নম্বররের ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন থাকবে এই সব বিষয়ে –১. জেনারেল অ্যাওয়ারনেস ওজেনারেল নলেজ-৫০, ২. এলিমেন্টারি ম্যাথমেটিক্স (মাধ্যমিক মানের) -৩০, ৩. রিজিনিং-২০ নম্বর ৷ সময় থাকবে ১ঘন্টা ৷নেগেটিভ মার্কিং আছে ৪টি প্রশ্নের ভুল উওরে জন্যপ্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা যাবে ৷প্রশ্ন হবে বাংলা ও নেপালী ভাষায় ৷এই পরীক্ষায় কোয়ালিফাই করলে শারীরিক মাপজোখ ও শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে ৷

শারীরিক মাপজোখের পরীক্ষায় উচ্চতা, ওজন,বয়স ইত্যাদি দেখা হবে এবং সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে ৷ ছেলেদের বেলায় এই পরীক্ষায় ৬মিনিট ৩০ সেকেন্ডে ১,৬০০মিটার দৌড়তে হবে আর মেয়েদের ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হবে ৷ দৌড়ে একবারই সুযোগ পাবেন ৷ দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হবে ৷ এই পরীক্ষায় কোয়ালিফাই করলে তবে মেন পরীক্ষায় ডাকা হবে ৷

৮৫ নম্বরের লিখিত মেন পরীক্ষায় ৮৫টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে –ক) জেনারেল অ্যাওয়ারনেস ওজেনারেল নলেজ ২৫ নম্বর, খ) ইংরাজি-২৫, গ)এলিমেন্টারি ম্যাথমেটিক্স ২০ নম্বর, ঘ) রিজিরিং ও লজিক্যাল অ্যানালাইসিস-১৫ নম্বর ৷সময় থাকবে ১ঘন্টা ৷ মেন পরীক্ষাতেও নেগেটিভ মির্কিং আছে ৷৪ টি প্রশ্নের ভুল উওরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে ৷ প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায় ৷ লিখত মেন পরীক্ষায় কোয়ালিফাই করলে ১৫ নম্বরের ইন্টারভিউ হবে ৷ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও উওর ধারাবাহিকভাবে কর্মসংস্থান ও সাফল্য পত্রিকায় দেওয়া হয়েছে ৷ এই পরীক্ষার জন্যশেষ মূহূর্তের সাজেশানভিওিক কিছু সেট আগামী সংখ্যার কর্মসংস্থানে দেওয়া হবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + seven =