recruitment
কলকাতা: গত জুলাই মাসে কলকাতা পুলিশ-দমকল-স্বাস্থ্য সহ রাজ্যে প্রায় ৮ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এক মন্ত্রিসভার বৈঠকে। তিন মাস পর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হওয়া মন্ত্রিসভার বৈঠক থেকে আরও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ১২ হাজারের বেশি পুলিশে নিয়োগ করা হবে রাজ্যে। তাঁদের মধ্যে কত জন পুরুষ এবং কত জন মহিলা তা বিস্তারিত জানিয়েছেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, মোট ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। তাঁদের মধ্যে ৮ হাজার ৪০০ জন পুরুষ এবং ৩ হাজার ৬০০ জন মহিলা। এও জানা গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে এই নিয়োগ। জুলাই মাসে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ২ হাজার ৫০০ কনস্টেবল নিয়োগের। এই নিয়োগের ঘোষণা হলেও বিরোধীরা কিন্তু একে ‘গিমিক’ ছাড়া কিছু দেখছে না। তাদের বক্তব্য, ভোটের আগে শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কোনও কিছুই পূরণ করা হবে না।
বর্তমানে রাজ্যে এসএসসি-র শিক্ষক নিয়োগের পাশাপাশি, গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ, পুলিশ, আশাকর্মী… সবক্ষেত্রে নানা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। তা নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এছাড়া ইডি, সিবিআই দ্বারা বহু ব্যক্তির গ্রেফতারি আরও বেশি তোলপাড় ফেলেছে সর্বত্র। সেই আবহের মধ্যে এত সংখ্যক নিয়োগের সিদ্ধান্ত যে অবশ্যভাবে গুরুত্বপূর্ণ বিষয় তা বলাই বাহুল্য।