রেলে শূন্য পদ পূরণের বড় উদ্যোগ রিক্রুটমেন্ট বের্ডের

নয়াদিল্লি: রেলে শূন্যপদ পূরণে বড়সড় উদ্যোগ নিল রিক্রুটমেন্ট বের্ড৷ দ্রুত কর্মী নিয়োগের লক্ষ্যে এখন থেকে টিকিট পরীক্ষক থেকে কমার্শিয়াল ক্লার্ক, রিজার্ভেশন ক্লার্ক সহ এনকোয়ারির কর্মীদের মিলিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় রেল রিক্রুটমেন্ট বের্ড৷ অন্তঃবিভাগে পরীক্ষার ক্ষেত্রে রেল রিক্রুটমেন্ট বের্ড নিয়োগ করে৷ অভিযোগ, নিয়োগের পরেও ভারতীয় রেলের বিভিন্ন জোনের টিকিট পরীক্ষক পদ থেকে কমার্শিয়াল ক্লার্ক, এনমকী

রেলে শূন্য পদ পূরণের বড় উদ্যোগ রিক্রুটমেন্ট বের্ডের

নয়াদিল্লি: রেলে শূন্যপদ পূরণে বড়সড় উদ্যোগ নিল রিক্রুটমেন্ট বের্ড৷ দ্রুত কর্মী নিয়োগের লক্ষ্যে এখন থেকে টিকিট পরীক্ষক থেকে কমার্শিয়াল ক্লার্ক, রিজার্ভেশন ক্লার্ক সহ এনকোয়ারির কর্মীদের মিলিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় রেল রিক্রুটমেন্ট বের্ড৷

অন্তঃবিভাগে পরীক্ষার ক্ষেত্রে রেল রিক্রুটমেন্ট বের্ড নিয়োগ করে৷ অভিযোগ, নিয়োগের পরেও ভারতীয় রেলের বিভিন্ন জোনের টিকিট পরীক্ষক পদ থেকে কমার্শিয়াল ক্লার্ক, এনমকী অনুসন্ধান থেকে শুরু করে রিজার্ভেশন ক্লার্ক পদের শূন্যপদগুলি পূরণ করা যাচ্ছে না নানান জটিলতার কারণে৷ আর সেই সমস্যার কথা মাথায় রেখে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, প্রয়োজনে ওই তিন পদে কর্মীদের মিলিয়ে দেওয়া হবে৷ কর্মীর মিলিয়ে দিয়ে কর্মী অভাব মেটানোর চেষ্টা করা হবে৷

মূলত, এই উদ্দেশ্য ভারতীয় রেল বোর্ডের তরফে প্রতিটি জোনের কমার্শিয়াল বিভাগের কর্তাদের কাছে চিঠি পাঠানো হচ্ছে৷ তবে, চিঠি পাঠানো হলেও এই তিন পদে কর্মীদের মিলিয়ে দেওয়া মাধ্যমে কর্মী সঙ্কোচন ঠেকানোর পরিকল্পনা এই মুহূর্তে পরিকল্পনার স্তরেই রয়েছে বলে জানানো হয়েছে৷ এই ব্যবস্থা কার্যকর হলে শূন্যপদে কর্মী নিয়োগে গতি বাড়ানো যাবে বলেও মনে করছে রেল বোর্ড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *