ফের ৯৩৩৩ শূন্যপদে নার্স নিয়োগ রাজ্য স্বাস্থ্য দপ্তরের

ফের ৯৩৩৩ শূন্যপদে নার্স নিয়োগ রাজ্য স্বাস্থ্য দপ্তরের

কলকাতা: ভোটের আগে আরও এক দফায় স্বাস্থ্য দপ্তররে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার৷ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ প্রায় ১২ হাজার শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের৷ মোট ১২ হাজার শূন্যপদের মধ্যে ৯৩৩৩ জন নার্স ও ৮৬৩ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে৷ ১৫০০ মেডিক্যাল অফিসারকেও নিয়োগ করা হেবে৷

নিয়োগ হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে৷ নার্স ও ডাক্তার সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি চলতি মাসে জারি করা হবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর৷ আর পুরভোটের আদর্শ আচরণবিধি জারি হলে নিয়োগ শেষ করাতে প্রয়োজনে স্বাস্থ্য ভবন নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও খবর৷

গতবছর প্রায় আট হাজার শূন্যপদে স্টাফ নার্সের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য স্বাস্থ্যদপ্তর৷ মাত্র ৬৩২ জনকে নিয়োগ করা হয়৷ এই মুহূর্তে সেই পদে শূন্য আসন প্রায় ৭৩৬৮টি৷ আট হাজার শূন্যপদে নিয়োগ না হওয়ায় ওই পদের জন্য দ্বিতীয় বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে৷

কিন্তু, প্রশ্ন উঠছে ৮ হাজার শূন্যপদের মধ্যে মাত্র ৬৩২ জনকে কেন নিয়োগ? নার্সিংয়ের ক্ষেত্রে আগ্রহী পদপ্রার্থীর সংস্থা প্রচুর থাকলেও কেন এত কম সংখ্যায় নিয়োগ? এবারও কি একই পরিস্থিতি দেখা দেবে? জানা গিয়েছে, এবার বহু নার্সিং পাঠ্যক্রমের সময়সীমা শেষ হয়ে গিয়েছে৷ ফলে নার্সিং শাখায় প্রচুর নতুন চাকরিপ্রার্থী পাওয়া যাবে বলে আশা করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *