কলকাতা: প্রাথমিক-উচ্চ প্রাথমিকে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ হল। ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ। দীর্ঘ ৮ বছর পর শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকে আজ থেকেই চাকরিপ্রার্থীদের কল লেটার। ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে ১ হাজার ৫৮৫ জনকে। এমনটাই জানিয়েছে এসএসসি। ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট, যার আবেদন করা যাবে শুক্রবার থেকেই।
আরও পড়ুন-আবেদন খারিজ, টেট চাকরিপ্রার্থীদের গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসার অনুমতি দিল না হাই কোর্ট
এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এদিন জানান, আদালতে হলফনামা দিয়ে জানান হয়েছিল ১ হাজার ৫৮৫ জনকে ইন্টারভিউয়ের জন্য সুযোগ দেওয়া হবে। এদের তালিকাও আদালতের কাছে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজ নোটিশ দেওয়া হবে। একই সঙ্গে নোটিশে একটা ইন্টারভিউ শিডিউল থাকবে, নোটিশ বেরনোর কিছু পর থেকেই চাকরিপ্রার্থীরা কল লেটার ডাউনলোড করে নিতে পারবে। এই লেটার পাওয়ার পর ৭ দিন সময় দেওয়া হবে কারণ প্রস্তুতি নিয়ে আসতে সময় লাগবে প্রার্থীদের। তাই একেবারে ২১ তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে।
তবে নতুন করে যে মামলা করা হয়েছে তা নিয়ে এখন অস্বস্তিতে পর্ষদ। ২৯ সেপ্টেম্বর রাজ্য প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। প্রার্থীর যোগ্যতায় কেন বিএডদের সন্মতি দেওয়া হল, সেই প্রশ্ন তুলেই মামলা। মামলাকারীদের বক্তব্য, আগে বিএডদের সুযোগ দেওয়া হত না। কিন্তু পরে রাজ্য বিএডদের ও প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যোগ্য বলে ঘোষণা করে। ফলে ডিএলএড’দের সুযোগ কমে যাচ্ছে। ডিএলএড ট্রেনিং শুধুমাত্র প্রাথমিক স্তরের প্রার্থীদের জন্যই। তাদের দাবি, বিএড বাদ দিয়ে অবিলম্বে একটি সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক।