বেতন বাড়লেও ন্যায্য পাওনার দাবিতে ফের বিদ্রোহ প্রাথমিক শিক্ষকদের

কলকাতা: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠক নজরুল মঞ্চ থেকে শিক্ষকদের গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষামন্ত্রীর ওই ঘোষণার পর এবার সরকারি ভাবে বিজ্ঞপ্তি দিয়ে গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা রাজ্য শিক্ষা দপ্তরের৷ কিন্তু, এই ঘোষণার পরও বঞ্চনার অভিযোগ পিছু ছাড়ছে না৷ যৎসামান্য বেতন বাড়লেও সর্বভারতীয় বেতনক্রম পিআরটি স্কেলের দাবিতে এখনও সবর প্রাথমিক শিক্ষকদের একাংশ৷

বেতন বাড়লেও ন্যায্য পাওনার দাবিতে ফের বিদ্রোহ প্রাথমিক শিক্ষকদের

কলকাতা: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠক নজরুল মঞ্চ থেকে শিক্ষকদের গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষামন্ত্রীর ওই ঘোষণার পর এবার সরকারি ভাবে বিজ্ঞপ্তি দিয়ে গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা রাজ্য শিক্ষা দপ্তরের৷ কিন্তু, এই ঘোষণার পরও বঞ্চনার অভিযোগ পিছু ছাড়ছে না৷ যৎসামান্য বেতন বাড়লেও সর্বভারতীয় বেতনক্রম পিআরটি স্কেলের দাবিতে এখনও সবর প্রাথমিক শিক্ষকদের একাংশ৷

রাজ্য সরকারের গ্রেড পে ৩৬০০ প্রসঙ্গে মুর্শিদাবাদের শিক্ষক নেতা তন্ময় ঘোষ বলেন, ‘‘আমাদের দাবি ষষ্ঠ বেতন কমিশনে পিআরটি স্কেলের অনুমোদন দেওয়া হোক৷ অর্থাৎ পে-ব্রান্ড ফোরের ৯ হাজার থেকে ৩৪ হাজার ৮০০ ও গ্রেড পে ৪২০০ টাকা করা হোক৷ আপাতত পে-ব্রান্ড-থ্রিতে ৭ হাজার ১০০ থেকে ৩৭ হাজার ৬০০ ও  গ্রেড-পে ৩৬০০ দিয়ে সরকার যদি মনে করে শিক্ষক বিদ্রোহ থামানো যাবে তাহলে ভুল ভাবছে৷ পিআরটি স্কেলের দাবিতে আন্দোলন জারি থাকবে৷ কেননা, কেন্দ্রের সপ্তম বেতন কমিশন অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের শুরুতেই বেতন অন্তত ৩৫ হাজার ৪০০ টাকার কাছাকাছি৷ মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় হারে বেতন চাইলে কেন্দ্র চলে যান৷ মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন না৷ আমরা বেশি বেতন চাইনি৷ যোগ্যতা অনুযায়ী ষষ্ঠ বেতন কমিশনের উল্লিখিত পিআপটি স্কেল চেয়েছি৷ যা আমাদের ন্যায্য প্রাপ্য৷ এর জন্য লাগাতার আন্দোলন চলতে থাকবে৷’’

শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়, রাজ্যপাল প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির সুপারিশ অনুমোদন নিয়েছে৷ প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে ২৬০০ টাকা থেকে পে-ব্রান্ড-টু ৩৬০০ টাকা করা হচ্ছে পে-ব্রান্ড-থ্রিতে৷ অপ্রশিক্ষিত শিক্ষকদের গ্রেড-পে ২৩০০টাকা থেকে ২৯০০টাকা করা হচ্ছে৷ আগামী পয়লা অগস্ট থেকে কার্যকর হবে৷ নতুন গ্রেড পে কার্যকর হলে প্রাথমিক শিক্ষক পদে কাজে যোগ দিলেই ২১ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার ৯৭০ হাজার টাকা বেতন পাওয়া যাবে৷

বেতন বাড়লেও ন্যায্য পাওনার দাবিতে ফের বিদ্রোহ প্রাথমিক শিক্ষকদের

হিসাব বলছে, অপ্রশিক্ষিত শিক্ষকদের বেতন হবে, পে-ব্যান্ড ৬ হাজার ৭০০ টাকা৷ গ্রেড পে ২৯০০ টাকা৷ মহার্ঘ ভাতা বাবদ (১২৫ শতাংশ) ১২ হাজার টাকা৷ বাড়ি ভাড়া বাবদ ১৫ শতাংশর হিসাবে ১৪৪০ টাকা৷ সঙ্গে মেডিক্যাল বাবদ ৩০০ টাকা৷ সব মিলিয়ে ২৩ হাজার ৩৪০ টাকা পাবেন অপ্রশিক্ষিত শিক্ষকরা৷

বেতন বাড়লেও ন্যায্য পাওনার দাবিতে ফের বিদ্রোহ প্রাথমিক শিক্ষকদেরপ্রশিক্ষিত শিক্ষকরা পাবেন, পে ব্যান্ড ৭ হাজার ৪৪০ টাকা৷ গ্রেড পে বাবদ ৩ হাজার ৬০০টাকা৷ মহার্ঘ ভাতার ১২৫ শতাংশ বাবদ ১৩ হাজার ৮০০টাকা৷ হাউস রেন্টের ১৫ শতাংশ বাবদ ১ হাজার ৬৫০ টাকা৷ মেডিক্যাল অ্যালাউন্স বাবদ ৩০০ টাকা৷ সব মিলিয়ে ২৬ হাজার ৭৯৬টাকা৷

বৃহস্পতিবার শিক্ষকদের গ্রেড পে বৃদ্ধির ঘোষণা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আমরা আপনাদের বেতন কাঠামো পরিবর্তন করার কথা ভাবছি৷ আমি আপনাদের গ্রেড-পে ৩২০০ টাকা সুপারিশ করেছিলাম৷ কিন্তু, ৩৬০০টাকা গ্রেড পে করা যায় কি না, তা ভেবে দেখা হচ্ছে৷ কবে থেকে চালু হবে তা আমরা জানিয়ে দেব৷ এই টাকা দেওয়ার ব্যবস্থা তো আমাদের করতে হবে৷ দেখি, কোথা থেকে তা আনা যায়৷ মুখ্যমন্ত্রী চান শিক্ষকদের গ্রেড পে ৩৬০০ টাকা করা হোক৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 9 =