একাধিক শূন্যপদে নিয়োগ করবে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার

একাধিক শূন্যপদে নিয়োগ করবে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার

bd7823f89b6b239fe2a5c4bf388c1258

 

নয়াদিল্লি:   ম্যানেজমেন্ট ট্রেনি, অ্যাসিসট্যান্ট অফিসার সহ একাধিক পদে প্রার্থী নিয়োগ করবে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড (আরসিএফএল)৷ বিভিন্ন পদে মোট ৩৯৩ জন প্রার্থী নিয়োগ করা হবে৷ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা  অফিসিয়াল ওয়াবসাইট rcfltd.com. এ অনলাইন আবেদন করতে পারবেন৷ আবেদন করার শেষ তারিখ ১৫ জুলাই, ২০২০৷ ওই দিন বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে৷ এই সময়ের পর আর আবেদন করা যাবে না৷ 

আগামী ১৪ অগাস্ট, ২০২০ সম্ভাব্য পরীক্ষার দিন ধার্য করেছে আরসিএফএল৷ ২৪ অগাস্ট ২০২০ নিয়োগ পরীক্ষা ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে৷ 

আরসিএফএল রিক্রুটমেন্ট ২০২০-র শূন্য পদের বিস্তারিত বিবরণ-
* অপারেটর ট্রেনি (কেমিক্যাল) গ্রেড-এ৬ : ১২৫টি শূন্য পদ৷
* ম্যানেজমেন্ট ট্রেনি কেমিক্যাল : ৬০টি শূন্য পদ৷
* ম্যানেজমেন্ট ট্রেনি মেকানিক্যাল : ৪৮টি শূন্য পদ৷
* ম্যানেজমেন্ট ট্রেনি ইনস্ট্রুমেনটেশন : ৩৫টি শূন্য পদ৷

* বয়লার অপারেটর গ্রেড থ্রি (গ্রেড এ৫) : ২৫টি শূন্য পদ৷
* জুনিয়ার ফায়ারম্যান গ্রেড (গ্রেড এথ্রি) : ২৩টি শূন্য পদ৷
* ম্যানেজমেন্ট ট্রেনি ইলেকট্রিক্যাল : ২২টি শূন্য পদ৷
* ম্যানেজমেন্ট ট্রেনি ব্রয়লান : ২১টি শূন্যপদ৷
* অ্যাসিস্ট্যান্ট অফিসার (মার্কেটিং) গ্রেড ই০ : ১৪টি শূন্য পদ৷
* ইঞ্জিনিয়ার (কেমিক্যাল) (ওবিসি ব্যাকলগ) গ্রেড ই১ : ১০টি শূন্যপদ৷
* অফিসার (মার্কেটিং) গ্রেড ই১ :১০টি শূন্যপদ৷

বিভিন্ন পদের জন্য ২০ হাজার থেকে ৭০ হাজার পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে৷ অনলাইনে আবেদনের সময় প্রত্যেক প্রার্থীকে স্ক্যানড ফটোগ্রাফ (৪.৫X ৩.৫ সেমি), কালো কালিতে করা স্বাক্ষর এবং যাবতীয় প্রয়োজনীয় নথি সাবমিট করতে হবে৷ আনলাইনেই দিতে হবে অ্যাপলিকেশন ফি৷ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অবশ্যই প্রার্থীর বৈধ ই-মেল এবং ফোন নম্বর থাকতে হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *