নয়াদিল্লি: বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ ‘অফিস অ্যাটেন্ডেন্ট’ পোস্টে ৮৪১টি শূন্যপদে নিয়োগ করা হবে৷ দেশজুড়ে আরবিআই-এর বিভিন্ন শাখায় এই শূন্যপদ রয়েছে৷ এই মর্মে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের ওয়াবসাইট www.rbi.org.in –এ ঢুকে অনলাইন আবেদন করতে পারবেন৷
আরও পড়ুন- পরীক্ষা ছাড়াই নিয়োগ! শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করল PNB
আরবিআই রিক্রুটমেন্ট ২০২১ প্রক্রিয়া গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে৷ আবেদন জানানোর শেষ তারিখ ১৫ মার্চ৷ সারা দেশব্যাপী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে (অনলাইন পরীক্ষা) শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে৷ এর পর হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট বা ভাষা দক্ষতার পরীক্ষা (আঞ্চলিক ভাষায়)৷ পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ এপ্রিল৷ আবেদন করার আগে নিজের যোগ্যতা যাচাই করে নিন৷
আরবিআই রিক্রুটমেন্ট ২০২১ অফিস অ্যাটেন্ডেন্ট পদে আবেদনের যোগ্যতা-
বয়স- এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ প্রার্থীর জন্ম তারিখ ০২.০২.১৯৯৬ থেকে ০১.০২.২০০৩ এর মধ্যে হতে হবে৷
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে৷ রিক্রুটিং অফিসের রিজিওনাল জুরিকডিকশনে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে৷ এছাড়াও রিক্রুটমেন্ট অফিসের রিজিওনাল জুরিকডিকশনের মধ্যে আবেদনকারীর বাসস্থান হতে হবে৷ স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন না৷
এছাড়াও যাঁরা এক্স-সার্ভিসম্যান বিভাগে আবেদন করবেন, তাঁদেরও মাধ্যমিক পাশ হতে হবে৷ এছাড়াও ১৫ বছর ডিফেন্সে সার্ভিস করার অভিজ্ঞতা থাকতে হবে৷
আরও পড়ুন- বদলে যাচ্ছে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো! আসছে সুখবর!
নির্বাচন প্রক্রিয়া-
অনলাইন পরীক্ষা এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে৷
পে স্কেল-
নির্বাচিত প্রার্থীদের শুরুতেই বেসিক পে হবে ১০ হাজার ৯৪০ টাকা৷ বর্তমানে একজন অফিস অ্যাটেন্ডেন্টের মাসে গ্রস ইমোলিউমেন্টস হল ২৬ হাজার ৫০৮ টাকা৷
কী ভাবে আবেদন করতে হবে-
আবেদন করার জন্য www.rbi.org.in এ যেতে হবে৷ ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া৷ চলবে ১৫ মার্চ পর্যন্ত৷
আবেদন ফি – তফশিলি জাতি-উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও এক্স-সার্ভিসম্যানদের জন্য আবেদন ফি ৫০ টাকা ধার্য করা হয়েছে। তবে অন্যান্য অনগ্রসর জাতি ও জেনারেল প্রার্থীদের দিতে হবে ৪৫০ টাকা৷