স্পোর্টস কোটায় নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় রেলের

স্পোর্টস কোটায় নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় রেলের

নয়াদিল্লি: রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের বিভিন্ন পদে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি করা হয়েছে। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল মুম্বই শাখায় স্পোর্টস্‌ কোটায় নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র জমা দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে৷ যোগ্য প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পশ্চিম শাখার অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrc-wr.com-এ গিয়ে এই বিষয়ে বিস্তারিত জানতে পারেন। আবেদনকারী প্রার্থীরা ৪ অগস্ট, ২০২১ তারিখ থেকে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারেন। আবেদনের শেষ দিন ৩ সেপ্টেম্বর, ২০২১।

শূন্যপদ:
মোট ২১টি শূন্যপদ রয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

 

শিক্ষাগত যোগ্যতা:
৪ অথবা ৫ লেভেল অনুযায়ী আবেদন করতে চাইলে সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হওয়া বাঞ্ছনীয়। এ ছাড়াও ২ অথবা ৩ লেভেলে আবেদন করতে হলে প্রার্থীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা সমযোগ্যতা সম্পন্ন হতে হবে। দু’টি ক্ষেত্রেই আবেদনকারী প্রার্থীদের কাছে সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠানের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

 

বয়স:
আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর হতে পারে।

 

আবেদন ফি:
এসসি, এসটি, এক্স-সার্ভিসম্যান, মহিলা এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থী ছাড়া বাকিদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে।  এসসি, এসটি, এক্স-সার্ভিসম্যান, মহিলা এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৫০ টাকা দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য বলে বিবেচিতরা এবং ব্যাঙ্ক চার্জ দেওয়ার পর ট্রায়ালে উপস্থিত হওয়ার সুযোগ পাওয়া প্রার্থীদের ৪০০ টাকা ফেরত দেওয়ার কথা প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে। সেক্ষেত্রে এসসি, এসটি, এক্স-সার্ভিসম্যান, মহিলা এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

 

নিয়োগ প্রক্রিয়া:
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, খেলাধুলোর কৃতিত্ব দেখে ট্রায়ালের মাধ্যমে মূল্যায়ন করা হবে। মূল্যায়নের জন্য একটি ট্রায়াল কমিটি গঠন করা হবে৷ কমিটির সদস্যরা প্রার্থীদের শারীরিক দক্ষতা ও অন্যান্য বিষয়ে নজর রাখবেন৷ তাঁরা প্রার্থীদের ফিট অথবা আনফিট সার্টিফিকেট দেবেন এবং প্রার্থীদের রেলওয়ে দল অথবা ভারতীয় রেলওয়ে দলে খেলার যোগ্যতা আছে কি না তাও দেখবেন। ট্রায়াল কমিটি অনুমোদন দিলে তবেই প্রার্থীরা পরবর্তী ধাপে যেতে পারবেন। তবে এক্ষেত্রে এসটি, এসসি এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কোনও রিজার্ভেশন নেই বলে প্রতিষ্ঠানের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 16 =