সুখবর! অবশেষে নিয়োগ প্রস্তুতি RRB-র, জারি নয়া বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি জারি করে, আরআরবি এনটিপিসি পরীক্ষা পরিচালনার জন্য আগ্রহী সংস্থাকে ই-টেন্ডার জমা দিতে হবে। টেন্ডার জমা দেওয়ার শেষদিন আগামী ১৬ এপ্রিল।

নয়াদিল্লি: অবশেষে আশার আলো দেখছেন এনটিপিসি-র  পরীক্ষার্থীরা৷ একবছর ধরে নানান অজুহাতে পিছিয়ে যাওয়া পরীক্ষা পরিচালনার দায়িত্ব কোন সংস্থাকে দেওয়া হবে তার জন্য টেন্ডার ডাকল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)৷

বিজ্ঞপ্তি অনুযায়ী, আরআরবি এনটিপিসি পরীক্ষা পরিচালনার জন্য আগ্রহী সংস্থাকে ই-টেন্ডার জমা দিতে হবে৷ টেন্ডার জমা দেওয়ার শেষদিন আগামী ১৬ এপ্রিল৷ অর্থাৎ এর আগে পরীক্ষা গ্রহণ সম্ভব নয়৷ সেক্ষেত্রে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে প্রার্থীদের৷

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (এনটিপিসি) -র জন্য শূন্যপদ ছিল ৩৫,২০৮টি৷ কিন্তু নজিরবিহীন ভাবে অ্যাপ্লিকেশন জমা পড়েছে প্রায় ১.২ কোটি৷ এই পদগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল গত বছর ২৮ ফেব্রুয়ারি৷ অর্থাৎ পরীক্ষার্থীরা এখন এক বছরেরও বেশি সময় ধরে পরীক্ষার তারিখের অপেক্ষায় রয়েছেন৷ এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর চাপ সামলাতেই এমন পরীক্ষা পরিচালনা সংস্থা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে আরবিআই যে সংস্থা অবশ্যই একটি শিফটে অন্তত ১ লক্ষ প্রার্থীর পরীক্ষার ব্যবস্থা করতে পারে৷

এবছর বাজেটেই অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, সরকার ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বা এনআরএ গঠন করবে৷ যারা নন গেজেটেড নিয়োগের ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেবে৷ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি এবং গ্রুপ ডি নিয়োগের পরীক্ষাও এর আওতায় পড়বে৷ প্রসঙ্গত,তিনটি ভাগে এই পরীক্ষা নেওয়া হবে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সিবিটি ১ এবং সিবিটি ২৷ এরপর ইন্টারভিউর জন্য ডাকা হবে৷ সিবিটি ১ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের সিবিটি ২ পরীক্ষার জন্য বাছাই করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *