গত ৩ বছরে ১,৪৭,৬২০ কর্মী নিয়োগ হয়েছে, নয়া তথ্য রেলমন্ত্রীর

গত ৩ বছরে ১,৪৭,৬২০ কর্মী নিয়োগ হয়েছে, নয়া তথ্য রেলমন্ত্রীর

নয়াদিল্লি: দেশজুড়ে বাড়ছে বেকারদের ভিড়৷ সামনুপাতে বাড়ছে সরকারি চাকরির আকাল৷ যে হারে বেকারের সংখ্যা বাড়ছে, সেই হারে চাকরি নেই৷ এই পরিসংখ্যান সহজেই বোঝা যায় কেন্দ্রীয় সরকারের জব পোর্টালের দিকে নজর দিলে৷ কিন্তু চাকরি নেই, একথা মানতে নারাজ কেন্দ্র৷ গত তিন বছরে শুধুমাত্র ভারতীয় রেলে চাকরি পেয়েছেন এক লক্ষেরও বেশী প্রার্থী৷ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ করা হয়েছে বলে সংসদে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷

লোকসভার চলতি অধিবেশনে একটি লিখিত বিবৃতিতে রেলমন্ত্রী জানান, কেন্দ্রীয় কর্মসংস্থান বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আগামী মাসগুলিতে তিনটি নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে৷ নিয়োগ সংক্রান্ত তথ্যের খতিয়ান তুলে গোয়েল বলেন, ‘‘গত তিন বছরে ২০১৭-২০১৮ থেকে ২০১৯-২০২০-র ৫ মার্চ পর্যন্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে বিভিন্ন গ্রুপ ‘সি’ পদে ১,৪৭,৬২০ জন প্রার্থী নিয়োগ করেছে রেল৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *