নয়াদিল্লি: লকডাউনে কাজ হারিয়ে গ্রামে ফেরা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য গবির কল্যাণ রোজগার অভিযান প্রকল্প চালু করেছে নরেন্দ্র মোদি সরকার৷ সেই প্রকল্পেই এবার পরিযায়ীদের কাজ দেবে রেল৷
রেল মন্ত্রকের নয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত আগামী ১২৫ দিন গবির কল্যাণ রোজগার অভিযান প্রকল্পে পরিযায়ীদের জন্য ৮ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করবে রেল৷ এর জন্য ১,৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে এ কথা জানান৷ তিনি আরও বলেন, কোভিড-১৯ প্যান্ডেমিকের মধ্যেই পরিযায়ী শ্রমিকদের কাজের সুযোগ দেবে রেল৷
জানা গিয়েছে, গরিব কল্যাণ প্রকল্পে কী ভাবে রেলের বিভিন্ন কাজে পরিযায়ী শ্রমিকদের নিযুক্ত করা যায়, সেই বিষয়ে চিন্তাভাবনা করে যথাযথ পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারদের। রেলের প্রতিটি জোনাল অফিসকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে রেল। ২৪ জুন জোনাল রেলওয়ে এবং রেলওয়ে পিএসইউ-এর সঙ্গে এই প্রকল্পের অগ্রগতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে রেল মন্ত্রক৷
গত ২০ জুন গবির কল্যাণ রোজগার অভিযান প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর জন্য ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ ৬ রাজ্য- উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওডিশা এবং ঝাড়খণ্ডের ১২৬টি জেলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে৷ আগামী ১২৫ দিনের জন্য মোট ১১৬ ধরনের কাজ বাছা হয়েছে। এর জন্য খরচ হবে ১,৮০০ কোটি টাকা৷ প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, রেলের লেভেল ক্রসিং ও তার সন্নিহিত রাস্তার রক্ষণাবেক্ষণ, রেল স্টেশনের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলির সংস্কার, রেললাইনের নিকাশি নালা সাফাই, পলি সরানো, রেলের জলাশয়ের পাড় বাঁধানো ও বৃক্ষরোপণের মতো কাজে নিযুক্ত করা হবে স্থানীয় পরিযায়ী শ্রমিকদের।