রেলের পরীক্ষায় বিভ্রাট, চাকরি-প্রার্থীদের বেদম পেটালো পুলিশ

কলকাতা: রেলের পরীক্ষাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের সেক্টর ফাইভ৷ সার্ভার বিকল হয়ে পড়ায় বুধবার অনেকে পরীক্ষা দিতে পারেননি৷ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের জন্য কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়ার কথা ছিল৷ অনেকক্ষণ অপেক্ষার পর পরীক্ষা শুরু না হওয়ায় পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখান৷ উত্তেজনা তৈরি হয়৷ পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ৷ এদিন গ্রুপ সি’র পরীক্ষা

রেলের পরীক্ষায় বিভ্রাট, চাকরি-প্রার্থীদের বেদম পেটালো পুলিশ

কলকাতা: রেলের পরীক্ষাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের সেক্টর ফাইভ৷ সার্ভার বিকল হয়ে পড়ায় বুধবার অনেকে পরীক্ষা দিতে পারেননি৷ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের জন্য কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়ার কথা ছিল৷ অনেকক্ষণ অপেক্ষার পর পরীক্ষা শুরু না হওয়ায় পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখান৷ উত্তেজনা তৈরি হয়৷ পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ৷

এদিন গ্রুপ সি’র পরীক্ষা ছিল৷ তিনটি শিফটে পরীক্ষা হয়। দ্বিতীয় ও তৃতীয় শিফটের পরীক্ষার সময় এই ঘটনা ঘটে৷ সেক্টর ফাইভের এক বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় বিকেল সাড়ে ৩টের সময় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল৷ পরীক্ষার্থীদের দাবি, তাঁদের সঠিক সময়ে সব কিছু জানানো হয়নি৷ এরপর তাঁরা বিক্ষোভ দেখান৷ উত্তেজিত পরীক্ষার্থীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 13 =