ইন্টারভিউয়ের মাধ্যমে রেলে চাকরির সুযোগ

ইন্টারভিউয়ের মাধ্যমে রেলে চাকরির সুযোগ

নয়াদিল্লি: কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড বা কেআরসিএলে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট কর্তৃপক্ষ। নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে ১৪টি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে প্রার্থী নিয়োগ করা হবে। কোঙ্কন রেলওয়ে উধমপুর -শ্রীনগর -বারামুল্লা রেল প্রকল্পের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। কোঙ্কন রেলওয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, এই নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধু মাত্র অফিসিয়াল গাইডলাইন মেনে প্রার্থীর যোগ্যতা বিচার করে ওয়াক অন ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে৷ ইন্টারভিউয়ে পাশ করলেই নিয়োগ পত্র হাতে পাবেন প্রার্থীরা। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের konkanrailway.com-এ গিয়ে আবেদন করতে বলা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার সময়ে একটি হার্ড কপি রাখতে হবে, যা ইন্টারভিউয়ের সময় লাগবে৷
 

শূন্যপদ
বিজ্ঞপ্তি অনুযায়ী সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল ও জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ৭টি করে শূন্যপদ রয়েছে।  এই পদে কাজের জন্য প্রথমে দু’ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এর পর দক্ষতা বিচার করে চুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে। সেক্ষেত্রে বেতন ১০% বৃদ্ধি করা হবে। 

 

যোগ্যতা
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল পদের জন্য ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা বাধ্যতামূলক। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর পেয়ে পাশ করতে হবে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল পদের জন্যও একই নিয়ম প্রযোজ্য৷ 

 

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ওয়াক-ইন ইন্টারভিউ এবছর ২০ থেকে ২২ সেপ্টেম্বর সকাল ৯:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত করা হয়েছে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ওয়াক-ইন ইন্টারভিউ এবছর ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর সকাল ৯:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত করা হয়েছে। ওয়াক -ইন ইন্টারভিউর ঠিকানা ইউএসবিআরএল প্রজেক্ট হেড অফিস, কোঙ্কন রেলওয়ে কর্পোরেশন লিমিটেড, সত্যম কমপ্লেক্স, মার্বেল মার্কেট, এক্সটেনশন, ত্রিকুটা নগর, জম্মু, জম্মুও কাশ্মীর (ইউ.টি), পিন-১৮০০১১৷

 

বেতন
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল পদের জন্য ৩৫,০০০ টাকা ও জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল পদের জন্য ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =