কলকাতা: এক বছরেরও বেশি সময় বন্ধ ছিল শিক্ষকদের পারস্পরিক বদলি৷ আবেদন নেওয়া হলেও তা কার্যকর হয়নি৷ সাধারণ বদলি বন্ধ ২০১৫ থেকে৷ আর তাতেই শিক্ষকদের একাংশকে পড়তে হয় সমস্যায়৷ সেই সমস্যা মিটিয়ে মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলি ও ট্রান্সফার অন স্পেশ্যাল গ্রাউন্ডে বদলির প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন৷ কিন্তু, নতুন করে উদ্যোগ নেওয়া হলেও বদলাতে চলেছে শিক্ষকদের বদলি নীতি৷
স্কুল শিক্ষকদের বদলি নীতিতে বড়সড় বদল আনতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর৷ কমছে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা৷ গোটা প্রক্রিয়াটি এববার অনলাইনে করার চিন্তাভাবনা শুরু করছে বিকাশ ভবন৷ স্বাস্থ্যের কারণ দেখিয়ে বদলি নীতিও কড়া হতে চলেছে বলে খবর৷
সূত্রের খবর, স্বাস্থ্যের কারণ দেখিয়ে বদলিতেও বদল আনার চিন্তাভাবনা শুরু হয়েছে৷ রাজ্য শিক্ষা দপ্তরের অনুমোদন সত্বেও কার্যকর হচ্ছে না বদলি প্রক্রিয়া৷ মূলত, এসএসসির দিকে আঙুল তুলে বদলি নীতিতে আসতে চলেছে বদল৷
এই মুহূর্তে রাজ্যে শিক্ষক বদলির বিষয়টি রয়েছে এসএসসির হাতে৷ ইতিমধ্যেই মিউচুয়াল ট্রান্সফারের তালিকা প্রক্রাশ করে কাউন্সিলিং শেষ করে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন৷ এবার সেই প্রক্রিয়া শেষ হতে না হতেই নতুন করে আসতে চলেছে শিক্ষক বদলি নীতি৷
বদলি নীতিতে বদল আনার ইঙ্গিত দিয়ে সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘শিক্ষক বদলি নিয়ে ক্ষোভ জন্মাচ্ছে৷ আমরা দপ্তরকে বলেছি, শিক্ষা দপ্তরকে, বদলির বিষয়ে একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে৷ গোটা বিষয়টি আমরা অনলাইনে করার চেষ্টা করছি৷’’