প্রশ্নপত্র বিভ্রাট! বাতিল নিয়োগ পরীক্ষা, বিক্ষোভ পরীক্ষার্থীদের

প্রশ্নপত্র বিভ্রাট! বাতিল নিয়োগ পরীক্ষা, বিক্ষোভ পরীক্ষার্থীদের

বোলপুর: ফের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ৷ চাপের মুখে পরীক্ষা বাতিলের ঘোষণা৷ প্রশ্নপত্র নম্বর বিভ্রাটের অভিযোগ তুলে দপ্তর ঘেরাও পরীক্ষার্থীদের৷ পরে চাপের মুখে পরীক্ষা বাতিলের ঘোষণা৷ 
সরকারি সমবায় সমিতির পরীক্ষায় অনিয়মের অভিযোগ৷ নম্বর বিভ্রাটের অভিযোগ তুলে সমিতির অফিস ঘেরাও করে বিক্ষোভ চাকরিপ্রার্থীর৷ চাপে পড়ে পরীক্ষা বাতিলের ঘোষণা সমিতির৷

বীরভূমে সমবায় সমিতির পরীক্ষায় নম্বর বিভাগের অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ চাপের মুখে দোষ স্বীকার করেছে কর্তৃপক্ষ৷ বীরভূমের নলহাটিতে সরকারি সমবায় সমিতির পরীক্ষার নম্বর বিভ্রাটের কথা স্বীকার করে পরীক্ষা বাতিলের ঘোষণা করেছে সমবায় সমিতির কর্তৃপক্ষ৷

জানা গিয়েছে, বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের বাণী ও সমবায় কৃষি উন্নয়ন সমিতির কর্মী পদে নিয়োগের জন্য ২০১৮ সালের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ প্রশাসন সূত্রে খবর, মোট ২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায়৷ চলতি বছরের ১২ জানুয়ারি পরীক্ষায় নেওয়া হয়৷ পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার পর প্রশ্নপত্রে নম্বরের যোগফলের বিস্তর পার্থক্য নজরে আসে৷ পরীক্ষায় নম্বরে কারচুপির অভিযোগ তুলে আজ সকালে কৃষি সমবায় অফিসের সামনে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীদের একাংশ৷ পরে কর্তৃপক্ষের তরফে জানিয়ে জে নেওয়া দেওয়া হয়, নম্বর বিভ্রাটের কারণে ওই পরীক্ষা বাতিল করা হচ্ছে৷ নতুন করে নেওয়া হবে পরীক্ষা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 1 =