সরকারি চাকরিতে মহিলাদের ৩৩% সংরক্ষণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি চাকরিতে মহিলাদের ৩৩% সংরক্ষণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চণ্ডীগড়: নারীজাতির উন্নতিতে বড়সড় পদক্ষেপ নিল পঞ্জাব সরকার৷ এবার থেকে সরকারি চাকরিতে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করল পঞ্জাবের অমরিন্দর সিং সরকার৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া কেবিনেট বৈঠকে৷ রাজ্য মন্ত্রিসভা পাঞ্জাব সিভিল সার্ভিসেস (মহিলাদের জন্য পদের সংরক্ষণ) বিধি, ২০২০ অনুমোদন করেছে, যাতে সরকারি পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা করা যায়৷ এই বিধানটির ফলে গ্রুপ এ, বি, সি এবং ডি পদে বোর্ড এবং কর্পোরেশনগুলিতে মহিলাদের নিয়োগের অনুমতি দেবে৷

ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে পঞ্জাব সরকারী চাকরিতে মহিলাদের সংরক্ষণের এই সিদ্ধান্তটি নিয়েছে। ২০১৬ তে বিহার প্রথম রাজ্য হিসেবে সমস্ত সরকারী চাকরিতে মহিলাদের আনুষ্ঠানিকভাবে ৩৫ শতাংশ সংরক্ষণ দিয়েছিল। পঞ্জাব সরকার একইসঙ্গে সঠিক সময় অনুযায়ী ও কার্যকরভাবে আদালতের মামলা / আইনী বিষয়াদি অনুসরণের জন্য রাজ্য মন্ত্রিসভা পাঞ্জাব সিভিল সচিবালয়ে আইনী কেরানি ক্যাডার গঠনের জন্য ১৯৭৬ সালের পাঞ্জাব সিভিল সেক্রেটারিয়েট (রাজ্য পরিষেবা শ্রেণি -৩) বিধি সংশোধন করেছে। সরকারি মুখপাত্রের মতে, সাধারণ কেরানি ক্যাডারের ১০০ টি পদ অপসারণের মাধ্যমে এটি করা হবে৷ তবে এক্ষেত্রে কোনও আর্থিক প্রভাব পড়বে না৷

এগুলি ছাড়াও, মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন আমরিন্দর সিং রাজ্য কর্মসংস্থান পরিকল্পনা, ২০২০-২২ অনুমোদিত করেছেন। এই প্রকল্পটির রাজ্যের এক লক্ষেরও বেশি যুবকের কর্মসংস্থান হবে৷ সরকারী বিভাগে শূন্যপদ পূরণের জন্য তাত্ক্ষণিকভাবে নিয়োগ দেওয়া হবে। এরইমধ্যে কেন্দ্র কর্তৃক পাস হওয়া নতুন কৃষি বিলের বিরোধিতা করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে পাঞ্জাব সরকার ১৯ অক্টোবর রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনের আহ্বান করেছে৷ সংসদের বাদল অধিবেশন কেন্দ্রীয় সরকার লোকসভায় এই বিলগুলি পাশ করার পর থেকে পাঞ্জাব, হরিয়ানা এবং আরও বেশ কয়েকটি রাজ্যের হাজার হাজার কৃষক প্রতিবাদ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 2 =