পুজোর মুখে ফের শিক্ষক বিদ্রোহ, অধরা শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি!

কলকাতা: শিক্ষামন্ত্রী ঘোষণার পরও জারি হয়নি বিজ্ঞপ্তি৷ পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তরের নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় এবার পুজোর মুখে ফের পথে নামছে এসএসকে, এমএসকে, এএস, পুরসভা, মাদ্রাসার শিক্ষকদের একাংশ৷ শিক্ষক ঐক্য মঞ্চের ডাকে আগামী বুধবার ২৩ জেলার জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে৷ সংগঠনের দাবি, রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন

পুজোর মুখে ফের শিক্ষক বিদ্রোহ, অধরা শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি!

কলকাতা: শিক্ষামন্ত্রী ঘোষণার পরও জারি হয়নি বিজ্ঞপ্তি৷ পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তরের নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় এবার পুজোর মুখে ফের পথে নামছে এসএসকে, এমএসকে, এএস, পুরসভা, মাদ্রাসার শিক্ষকদের একাংশ৷ শিক্ষক ঐক্য মঞ্চের ডাকে আগামী বুধবার ২৩ জেলার জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে৷

সংগঠনের দাবি, রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন পঞ্চায়েত দপ্তর থেকে গ্রাম-বাংলার সমস্ত শিক্ষকদের শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত করা হবে৷ কিন্তু সেই ঘোষণা হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বলে অভিযোগ৷ অবিলম্বে বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এবার ডেপুটেশন কর্মসূচি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসকে, এমএসকে, মাদ্রাসা, পুরসভার কর্মরত শিক্ষকদের সমকাজে সমবেতনের দাবিও জানানো হয়েছে সংগঠনের তরফে৷ কর্মরত শিক্ষকদের বেতন কমিশনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তাঁরা৷ একই সঙ্গে এসএসকে, এমএসকে, মাদ্রাসা ও পুরসভায় শিক্ষক শূন্যপদে নিয়োগের দাবি তুলেছেন তাঁরা৷ পূর্ণ শিক্ষকের মর্যাদা ও বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবিসহ প্রতিবছর পদোন্নতির দাবি জানানো হয়েছে শিক্ষক সংগঠনের তরফে৷

এই প্রসঙ্গে শিক্ষক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, ‘‘আপনারা জানেন দীর্ঘ ৮ বছরে আপনাদের এক টাকা ও বেতনবৃদ্ধি হয়নি৷ এমনকী শিক্ষাদপ্তরে অন্তর্ভুক্ত না থেকে এতদিন পঞ্চায়েত দপ্তরে ছিল৷ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তিন মাস যাবৎ আপোষহীন শাসকের চোখে চোখ রেখে লড়াই সংগ্রামের ফলে সরকার বাধ্য হয় কিছুটা দাবি মান্যতা দিতে৷ গত ২৯ জুলাই শিক্ষামন্ত্রী ও হাওড়ার প্রশাসনিক সভাতে মুখ্যমন্ত্রীর ঘোষণার দেড়মাস পরে ও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি৷ ফলে আমরা ঘোষণা করেছিলাম, আগামি ২৫ সেপ্টেম্বর দুপুর ১ টায় সমস্ত জেলার জেলাশাসকের দপ্তরে মিছিল-সহ বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হবে৷ আমাদের আন্দোলনের চাপে আজ আমরা দীর্ঘ ২০ বছর পরে বোনাসের নির্দেশ (৪ হাজার টাকা) হাতে পেলাম৷ এটাই আন্দোলনের সাফল্য৷ আরো অনেক দাবী আমাদের নিজেদের লড়াই করে আদায় করতে হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =