ছুটি! পুজোয় এবার টানা ১৬ দিনের ছুটি শুরু সরকারি দফতরে

ছুটি! পুজোয় এবার টানা ১৬ দিনের ছুটি শুরু সরকারি দফতরে

কলকাতা: করোনা রুখতে বিশ্বের দীর্ঘ লকডাউন হয়েছে ভারতে৷ কিন্তু, তাতেও গোষ্ঠী সংক্রমণ ঠেকানো যায়নি৷ লাগাতার ৬৯ দিন ধরে দৈনিক সংক্রমণে বিশ্বশীর্ষে উঠে এসেছে ভারত৷ করোনা ৭৪ লক্ষ পেরিয়ে গিয়েছে৷ বাংলায় ৩ লক্ষ পেরিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা৷ করোনার দাপট জারি থাকলেও বাংলায় শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের দুর্গোৎসবের প্রস্তুতি৷ দীর্ঘ লকডাউনের পর অনলক পর্বে ধাপে ধাপে খুলে গিয়েছে অফিস-বাজার৷ শিক্ষা প্রতিষ্ঠান ও লোকাল ট্রেন ছাড়া বাকি সব কিছুই এখন স্বাভাবিক৷ লকডাউনের পর ধাপে ধারে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে না ফিরতেই নতুন করে দুর্গোৎসবের ছুটি পড়ে গেল রাজ্য সরকারি দফতরে৷

গতকাল শুক্রবার রাজ্য সরকারি অফিসে পুজোর আগে ছিল শেষ কাজের দিন৷ আজ শনিবার ও রবিবার সরকারি অফিসের সাপ্তাহিক ছুটি৷ এরপর আগামী সোমবার তৃতীয়ার দিন থেকে টানা পুজোর ছুটি শুরু হতে চলেছে৷ দুর্গোৎসব শেষে ৩০ অক্টোবর শুক্রবার লক্ষ্মী পুজো৷ সেই ছুটি কাটিয়ে ফের ২ নভেম্বর থেকে খুলতে চলেছে সরকারি অফিস৷ ফলে সব মিলিয়ে টানা ১৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা৷ এর আগে, লকডাউনের সময় দীর্ঘ দিন বন্ধ ছিল বিভিন্ন সরকারি দফতর৷ পরে কম সংখ্যক কর্মচারীদের দফতরে আনিয়ে দেওয়া হয়েছিল নাগরিক পরিষেবা৷

তবে এই দীর্ঘ ছুটির সময়ে জরুরি সরকারি কাজে বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ ইতিমধ্যেই নবান্নে কন্ট্রোল রুম চালু হয়েছে৷ জরুরি পরিষেবার ক্ষেত্রে পালা করে ডিউটি রোস্টার তৈরি হয়েছে৷ বিজ্ঞপ্তি জারি করে আগেই রাজ্যের তরফে জানানো হয়েছে, কোভিড পরিস্থিতিতে আইন শৃঙ্খলা ও বিপর্যয় মোকাবিলার কাজে যুক্ত কর্মচারীরা উৎসবে ছুটি নিতে পারবেন না৷ পরে তাঁরা ছুটি তাঁরা নিতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + nineteen =