২৩৫৭টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

২৩৫৭টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নয়াদিল্লি: গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল জিডিএসেমোট ২৩৫৭টি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ১৯ অগস্ট, ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে। গ্রামীণ ডাক সেবকের মোট তিনটি বিভাগে নিয়োগ করা হবে৷ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক পদে নিয়োগ করা হবে।
 

বয়স
এই পদগুলির জন্য আবেদন করতে জুলাই ২০, ২০২১ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ 

 

আবেদন ফি
ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন ফি বাবদ দিতে হবে। তবে মহিলা, রূপান্তরকামী মহিলা, এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।

 

আবেদন পদ্ধতি
ভারতীয় ডাক বিভাগে আবেদনের জন্য প্রথমে তাদের অফিশিসিয়াল ওয়েবসাইট https://appost.in/gdsonline/ বা https://indiapost.gov.in-এ গিয়ে প্রার্থীর নাম রেজিস্টার করতে হবে। যাঁদের ফি দেওয়ার কথা তাদের ১০০ টাকা অনলাইনে দিতে হবে। এরপর যে আবেদনপত্রটি আসবে, নির্দিষ্ট ও নির্ভুল তথ্য দিয়ে সেটি ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করলেই জমা হয়ে যাবে৷ ফর্ম ডাউনলোড করে রেখে দিতে হবে এবং একটা হার্ড কপি প্রিন্ট আউট করে রাখতে হবে৷ কারণ পরীক্ষার সময় বা পরবর্তীকালে লাগতে পারে। এই পদগুলিতে নিয়োগের জন্য কী কী পরীক্ষা কতগুলো ধাপে হবে তা জানতেএ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =