গ্রুপ সি শূন্যপদে পুরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি

গ্রুপ সি শূন্যপদে পুরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি

কলকাতা: গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর৷ মিউনিসিপাললিটি অ্যাকাউন্টস ম্যানেজার পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ ন্যাশনাল আরবান হেলথ মিশনের আওতায় পশ্চিমবঙ্গের যে কোনও মিউনিসিপালিটিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর৷ যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা পশ্চিমবঙ্গের যে কোনও জেলা থেকে আবেদন করতে পারেন৷ 
 

শূন্যপদ: 
১১টি৷ এর মধ্যে এসসি তিনটি, এসটি একটি, ওবিসি এ একটি, ইউআর পাঁচটি এবং ওবিসি বি একটি৷ 

 

বয়স:
আবেদনকারী প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে৷ 

 

শিক্ষাগত যোগ্যতা:
বিকম ডিগ্রি থাকা বাঞ্ছনীয়৷ এছাড়া এই ক্ষেত্রে কোনও সরকারি বা বেসরকারি সংস্থায় দু’ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এমএস অফিস এবং টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ জানতে হবে৷

 

আবেদন পদ্ধতি:
অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in গিয়ে অনলাইনে আবেদন করতে হবে৷ আবেদন শুরু হয়েছে ১৩ অগস্ট, ২০২১ থেকে এবং শেষ দিন ২৬ অগস্ট ২০২১৷

 

আবেদন ফি:
অসংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে৷ সংরক্ষিত প্রার্থীদের ৫০ টাকা ধার্য করা হয়েছে৷ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে ২৮ অগস্ট ২০২১ পর্যন্ত৷ 

 

বেতন:
২৬,০০০ টাকা বেতন মিলবে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + twelve =